HomeBharatশীতকালীন অধিবেশনে কুকুর নিয়ে হইচই! পাশে দাঁড়ালেন রাহুল গান্ধী

শীতকালীন অধিবেশনে কুকুর নিয়ে হইচই! পাশে দাঁড়ালেন রাহুল গান্ধী

- Advertisement -

শীতকালীন সংসদ অধিবেশনের দ্বিতীয় দিনে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। প্রধান বিষয় হলো বিরোধী দল কংগ্রেসের অস্বাভাবিক পদক্ষেপ এবং সরকারের ‘ডেলিভারি’-র প্রতি গুরুত্বারোপ। এই প্রসঙ্গে আলোচ্য বিষয় হয়ে উঠেছে কংগ্রেসের এমপি রেনুকা চৌধুরীর বিতর্কিত সিদ্ধান্ত—সংসদ প্রাঙ্গণে এক আবদ্ধ কুকুর নিয়ে আসা।

লীডার অফ দ্য অপজিশন রাহুল গান্ধী সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে অস্বীকার করলেও তিনি রেনুকা চৌধুরীর এ উদ্যোগকে সমর্থন করেছেন। সংবাদ উপস্থাপক এটিকে কংগ্রেসের ‘অদ্ভুত অগ্রাধিকার’ হিসেবে আখ্যায়িত করেছেন। কারণ, এ সময় বিরোধী দল মূলত নির্বাচনী ভোটপঞ্জি সংশোধনের বিশেষ তত্ত্বাবধায়ক (SIR) এবং ‘ভোট চুরি’ ইস্যুতে সরকারকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করার দাবিতে আন্দোলন চালাচ্ছে। সংসদে কার্যক্রম চলাকালীন সময়ে, যখন দেশের নাগরিকরা ভোটের স্বচ্ছতা, আইনপ্রণয়ন এবং উন্নয়নমূলক কাজের দিকে তাকিয়ে আছেন, তখন বিরোধী দল কেন এই ধরনের নাটকীয় কর্মকাণ্ডে মনোযোগ দিচ্ছে? তিনি উল্লেখ করেছেন, সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই সাংসদদের সংগতিপূর্ণ ও ফলপ্রসূ আলোচনা চালানোর আহ্বান জানানো হয়েছে। কিন্তু বিরোধী দল এটি উপেক্ষা করে নাটকীয়তা সৃষ্টি করছে, যা শীতকালীন অধিবেশনের গুরুত্বকে হ্রাস করছে।

   

রেনুকা চৌধুরীর পদক্ষেপ এবং রাহুল গান্ধীর সমর্থন রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে। বিরোধী দল বলছে, এটি একটি প্রতিবাদমূলক কর্মসূচি, যা ভোটপঞ্জি সংশোধনের সমস্যার দিকে জনগণের দৃষ্টি আকর্ষণ করতে সাহায্য করবে। অন্যদিকে সরকার এবং সমর্থকরা এটিকে অবান্তর এবং অপ্রয়োজনীয় নাটক বলে উল্লেখ করেছেন। সংবাদ উপস্থাপক এই প্রসঙ্গে মন্তব্য করেছেন যে, দেশের জনগণ প্রত্যাশা করে যে সংসদ কার্যক্রম হবে ফলপ্রসূ এবং নাগরিকদের জীবনে সরাসরি প্রভাব ফেলবে। অথচ এমন অপ্রয়োজনীয় নাটকের কারণে মূল ইস্যু চোখের আড়ালে চলে যাচ্ছে। এই বিতর্কের মাঝে কেন্দ্রের সরকারের পক্ষ থেকে আবারও সংসদীয় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে, নির্বাচনী ভোটপঞ্জি সংশোধনের বিষয়ে সুষ্ঠু ও সময়োপযোগী আলোচনা করা জরুরি। সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে যে, শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে বিরোধী দল এখনও SIR ইস্যুতে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাচ্ছে। কিন্তু রেনুকা চৌধুরীর কুকুর নিয়ে আনা ঘটনা এই মূল আলোচ্য বিষয়ে মনোযোগকে সরিয়ে দিচ্ছে।

 

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular