Rahul Gandhi: অসমের পথে বাম নেতাদের সাথে হাত মেলালেন রাহুল, বাংলায় হাঁটবে সিপিআইএম?

Rahul Gandhi

ভারত জোড়ো ন্যায় যাত্রা অসমে ঢোকার পর থেকে তীব্র রাজনৈতিক উত্তাপ তৈরি হচ্ছে। বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) সাথে চলছে বাক যুদ্ধ। হিমন্ত দিয়েছেন গ্রেফতারের হুঁশিয়ারি। আর রাহুল বলেছেন দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রী। বিজেপি ও কংগ্রেসের মধ্যে উত্তপ্ত রাজনৈতিক বাক্য বিনিময়ের মাঝেই সফর চলছে। সেই সফরে মিশল CPIM!

Advertisements

রাহুল গান্ধীর অফিসিয়াল ফেসবুকে ভারত জোড়ো ন্যায় যাত্রার ছবি প্রকাশিত হচ্ছে। অসমে এই সফর দেখতে জনতার ঢল নামছে। কংগ্রেসের কটাক্ষ ‘ভয় পেও না হিমন্ত’।

শুক্রবার রাজ্যের লখিমপুর জেলার গোগামুখে সফর চলাকালীন স্থানীয় বাম নেতৃত্ব সরাসরি কৃষক সভার সাংগঠনিক পতাকা নিয়ে রাহুল গান্ধীর সাথে দেখা করেন। সেই ছবি রীতিমতো চর্চিত। সিপিআইএমের শাখা সংগঠন AIKS অর্থাত সর্বভারতীয় কৃষক সভা। ছবিতে দেখা যাচ্ছে বাম কৃষক নেতারা তাদের সাংগঠনিক রীতিতে ‘লাল সেলাম’ জানাচ্ছেন। তাদের সাথে হাত মিলিয়ে নিচ্ছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। অথচ রাহুল গান্ধী যে আসনের সাংসদ সেই কেরলের ওয়েনাডে তাঁর প্রতিপক্ষ ছিল সিপিআই (CPI)। ভোট যুদ্ধে বাম শিবিরকে হারিয়ে সংসদে যেতে পেরেছিলেন তিনি।

Advertisements

অসমে গত বিধানসভা ভোটে বামদুর্গ বলে কথিত সরভোগ কেন্দ্রটিতে কংগ্রেস প্রার্থী দেয়নি। ফলে বিজেপি বিরোধী পুরো ভোট পান বাম প্রার্থী। এই কেন্দ্রের বিধায়ক সিপিআইএমের মনোরঞ্জন তালুকদার। অসম রাজ্য সিপিআইএম রাহুল গান্ধীর ন্যায় যাত্রাকে স্বাগত জানালেও পশ্চিমবঙ্গে কী হবে? এমনই প্রশ্ন উঠছে।
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী আগেই তাঁর যাত্রায় সামিল হতে পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল ও পূর্বতন শাসক সিপিআইএমকে আমন্ত্রণ জানান। জানা যাচ্ছে তৃণমূল থেকে দূরত্ব রাখার জন্যই বঙ্গ বাম নেতৃত্ব রাহুল গান্ধীর ন্যায় যাত্রার বিষয়ে নীরব। তবে পশ্চিমবঙ্গে বাম কংগ্রেস জোট গত পঞ্চায়েত ভোটেও একসাথে নেমেছিল ভোটে।