কলকাতা: তিলোত্তমাকে স্বাভাবিক ছন্দে ফেরাতে এবার কেন্দ্রের কাছে আর্জি জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। বুধবার, এক্সে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃতদের পরিবারের প্রতিও সমবেদনা জানালেন কংগ্রেস নেতা। তিনি লেখেন, “কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় বন্যাকবলিতদের সাহায্যের জন্য কংগ্রেস কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি, কলকাতাকে স্বাভাবিক ছন্দে ফেরাতে কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি”।
উল্লেখ্য, মঙ্গলবার রেকর্ড ভাঙা বৃষ্টিতে ত্রস্ত কলকাতার জনজীবন। তড়িৎপৃষ্ট হয়ে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় মত মৃতের সংখ্যা ১০! এই বিপর্যয় নিয়ে মঙ্গলবার থেকে কার্যত দায় এড়িয়ে দোষারোপের পালাই চলল মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের পক্ষ থেকে। সিইএসসি, ডিভিসি-পাঞ্চেতের জল ছাড়া, উত্তরপ্রদেশ, নেপালের বন্যার জল গড়িয়ে আসা, বানভাসী কলকাতার জন্য মূলত কাউকেই দুষতে ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
ঘাসফুল শিবিরের অভিযোগে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবিরও। শাসক-বিরোধী অভিজগ-পাল্টা অভিযোগের মাঝে দুর্বিষহ হয়ে উঠেছে বানভাসী কলকাতাবাসীর জীবন।
পাঞ্জাবের বন্যা নিয়েও কেন্দ্রের সাহায্য চেয়েছিলেন রাহুল
বিরোধী শাসিত রাজ্যে দুর্যোগ এলে তাদের সঙ্গে ‘দুয়োরানী’ সুলভ আচরণ করা হয় বলে একাধিকবার মোদী সরকারকে কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। এবার পাঞ্জাবের পর কলকাতার বন্যায় কেন্দ্র সরকারের সাহায্য প্রার্থনা করলেন তিনি। এর আগে বন্যা বিধ্বস্ত পাঞ্জাবের পরিস্থিতি স্বাভাবিক করতে একাধিকবার কেন্দ্রের সাহায্য প্রার্থনা করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা।
চলতি বছরের বর্ষায় বিগত কয়েক দশকের মধ্যে রেকর্ড বন্যা হয়েছে পাঞ্জাবে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪ লক্ষ একরের চাষের জমি সহ লক্ষাধিক গবাদি পশু, বাড়িঘর। বহু মানুষ এখনও পাঞ্জাবে গৃহহারা। তাঁদের সাহায্যে কেন্দ্রের মাত্র ১৬০০ কোটি টাকার ত্রাণ ঘোষণার ভর্ৎসনাও করেছিলেন রাহুল।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
