Rahul Gandhi: পঞ্জাব সফরকে রাহুলের ‘রাজনৈতিক প্রহসন’ কটাক্ষ মালব্যর

পঞ্জাব, ১৬ সেপ্টেম্বর: পঞ্জাবের বন্যায় দুর্গত স্থানীয় মানুষ ((Rahul Gandhi))। এর মধ্যেই ক্ষতি হয়েছে চাষের। প্রাণহানি হয়েছে প্রচুর মানুষের এবং ভেসে গেছে প্রচুর গবাদি পশুও।…

Rahul Gandhi and amit malvya

পঞ্জাব, ১৬ সেপ্টেম্বর: পঞ্জাবের বন্যায় দুর্গত স্থানীয় মানুষ ((Rahul Gandhi))। এর মধ্যেই ক্ষতি হয়েছে চাষের। প্রাণহানি হয়েছে প্রচুর মানুষের এবং ভেসে গেছে প্রচুর গবাদি পশুও। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বন্যার পরে প্রথমবার পঞ্জাবে এসেছেন মঙ্গলবার। এই সফরকে কেন্দ্র করে কটাক্ষ করেছেন বিজেপি নেতা অমিত মালব্য।

Advertisements

মালব্য দাবি করেছেন, রাহুলের এই সফর কেবলমাত্র একটি ‘নাটক’, যার উদ্দেশ্য বন্যাদুর্গতদের সঙ্গে সাক্ষাৎ নয়, বরং পঞ্জাব পুলিশের উপর অযথা চাপ সৃষ্টি এবং বিপজ্জনক এলাকায় যাওয়ার জেদ করে নিরাপত্তার ঝুঁকি বাড়ানো। এই ঘটনা নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে।পঞ্জাবে সাম্প্রতিক বন্যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

   

চাষের জমি ধ্বংস হয়েছে, প্রচুর মানুষের প্রাণহানি ঘটেছে এবং গবাদি পশু ভেসে গেছে। এই পরিস্থিতিতে রাহুল গান্ধীর সফরের উদ্দেশ্য ছিল বন্যাদুর্গত এলাকাগুলো পরিদর্শন করা এবং ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলা।

তবে বিজেপি নেতা অমিত মালব্যর দাবি, রাহুলের এই সফর কেবলমাত্র রাজনৈতিক প্রচারের একটি কৌশল। তিনি বলেন, “মালয়েশিয়ার লংকাউইতে গোপন ছুটি কাটিয়ে রাহুল গান্ধী পঞ্জাবে এসেছেন, যে রাজ্যে কংগ্রেস আম আদমি পার্টির (এএপি) কাছে হেরেছে। এখানে তিনি আরেকটি নাটক মঞ্চস্থ করতে এসেছেন।”

পঞ্জাবে বন্যার পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। বহু গ্রাম প্লাবিত হয়েছে, এবং স্থানীয় মানুষজন ত্রাণ ও পুনর্বাসনের অপেক্ষায় রয়েছেন। এই পরিস্থিতিতে রাহুল গান্ধীর সফর নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কংগ্রেসের সমর্থকরা দাবি করছেন, রাহুলের এই সফর দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর একটি প্রচেষ্টা।

তারা বলছেন, রাহুল গান্ধী বন্যাকবলিত এলাকাগুলো সরেজমিনে দেখতে গিয়েছিলেন এবং স্থানীয়দের সমস্যাগুলো শুনেছেন। এই সফরের মাধ্যমে তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের ত্রাণ কার্যক্রমের ত্রুটিগুলো তুলে ধরার চেষ্টা করেছেন।

অন্যদিকে, বিজেপি এই সফরকে রাজনৈতিক স্বার্থপরতা হিসেবে দেখছে। অমিত মালব্যর মন্তব্যে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, রাহুল গান্ধী পঞ্জাবে এসেছেন কেবলমাত্র মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে। তিনি আরও বলেছেন, রাহুলের এই সফর পঞ্জাবে কংগ্রেসের হারানো জমি ফিরে পাওয়ার একটি প্রচেষ্টা। পঞ্জাবে এএপি-র কাছে কংগ্রেসের পরাজয়ের পর থেকে দলটি রাজ্যে তাদের প্রভাব ফিরিয়ে আনার জন্য সচেষ্ট। রাহুলের এই সফরকে অনেকে সেই কৌশলেরই অংশ হিসেবে দেখছেন।

বিজেপি নেতা মালব্যর মন্তব্যে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। তিনি রাহুলের সফরকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে বলেছেন, “এটি কেবলমাত্র একটি রাজনৈতিক নাটক। রাহুল গান্ধী যদি সত্যিই দুর্গতদের পাশে দাঁড়াতে চাইতেন, তাহলে তিনি প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতেন, নিরাপত্তা বাহিনীর উপর অযথা চাপ সৃষ্টি করতেন না।”

প্রেমিকার আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার অভিযোগে গ্রেফতার প্রেমিক

এর পাল্টা কংগ্রেসও মুখ খুলেছে। তাদের বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দীর্ঘ দু বছর মণিপুরে যাননি। যখন মনিপুরের মানুষ আক্রান্ত হচ্ছিল নিগৃহীত হচ্ছিল তখন মোদী কোথায় ছিলেন। এখন মাত্র তিন ঘন্টার জন্য সেখানে গিয়ে তিনিও রাজনৈতিক প্রহসন ই করেছেন বলে অভিযোগ করেছে কংগ্রেস।