রাহুলের এক ভাষণেই কুপোকাত বিজেপি? গুরুত্ব আঁচ করে জবাবি আসরে মোদী

কামব্যাক! তারপর প্রথম ভাষণ। ঝাঁঝালো আক্রমণ (Rahul Gandhi)। আর তাতেই কুপোকাত বিজেপি। আসরে নামতে বাধ্য হচ্ছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহুল গান্ধীর (Rahul Gandhi) আক্রমণের…

কামব্যাক! তারপর প্রথম ভাষণ। ঝাঁঝালো আক্রমণ (Rahul Gandhi)। আর তাতেই কুপোকাত বিজেপি। আসরে নামতে বাধ্য হচ্ছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহুল গান্ধীর (Rahul Gandhi) আক্রমণের জবাব দিতে আগামী কাল লোকসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান।

সোমবার রাষ্ট্রপতির প্রারম্ভিক ভাষণ নিয়ে আলোচনায় বক্তব্য রাখার সময় বিজেপিকে কড়া আক্রমণ করেন রায়বরেলির সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেন, যাঁরা নিজেদের হিন্দু বলেন, তাঁরা কেবল হিংসার কথা বলেন, ঘৃণার কথা এবং অসত্য কথা বলেন। রাহুলের এই মন্তব্যের পরই বিজেপি সাংসদেরা হইচই শুরু করেন।

   

রাহুল বলেন, মোদী, বিজেপি, আরএসএস-ই কেবল হিন্দু নয়। কংগ্রেস সাংসদের এহেন মন্তব্যের পর পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে রাহুলের বক্তব্যের মাঝেই নিজের আসন থেকে উঠে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ খোলেন। সাফ জানিয়ে দেন, গোটা হিন্দু সম্প্রদায়কে হিংসাশ্রয়ী বলা অত্যন্ত বিপজ্জনক।

‘বিজেপি আমাকে তাড়িয়েছে, মানুষ ওদের ৬৩ সাংসদকে তাড়িয়েছে’, চরম আক্রমণাত্মক মহুয়া

বিকেল নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু বলেন, আগামীকাল লোকসভায় প্রধানমন্ত্রী জবাব দেবেন…আজ বিরোধী দলনেতা যখন এসে বক্তব্য শুরু করলেন, তখন উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। আজ তাঁর বক্তব্যে আমরা যা দেখেছি, তাতে আমরা খুবই মর্মাহত।

রিজিজুর কথায়, স্পিকারের চেয়ারে থেকে তাঁকে বারবার বলা হয়, কথা বলার সময় স্পিকারের দিক থেকে মুখ ফেরানো চলবে না। তিনি বারবার সাংসদদের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন এবং বারবার স্পিকারের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিলেন। বিতর্কের লেভেল অনেক নিচে নেমে গিয়েছে। এমনটা আমরা আগে কখনও দেখিনি।

বিরাট বিপদে তৃণমূল সাংসদ! দিতে হবে বিপুল ক্ষতিপূরণ-প্রকাশ্যে চাইতে হবে ক্ষমা

সংসদ বিষয়ক মন্ত্রী বলেন, আজ রাহুল গান্ধীর কাছ থেকে নতুন সাংসদদের শেখার আর কিছুই অবশিষ্ট নেই! আমার এটা ভেবে খুব দুঃখ হচ্ছে যে রাহুল গান্ধী আমাদের সংসদীয় ব্যবস্থাকে এতটা অবনমিত করেছেন। কংগ্রেসে কিছু প্রবীণ নেতা রয়েছেন, আমি আবেদন করি, তাঁদের ওনাকে (রাহুল গান্ধী) কিছু জ্ঞান দেওয়া উচিত।