রাহুল গান্ধীর ‘হাইড্রোজেন বোমা’ কি কংগ্রেসের উপরই বিস্ফোরণ ঘটাবে?

বিহার বিধানসভা নির্বাচনের প্রচার গতি পেতে শুরু করেছে । কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ভোট চুরির অভিযোগকে হাতিয়ার বানিয়ে মাঠে নেমে পড়েছেন। নজরে রেখেছেন বিশেষ নিবিড়…

Rahul Gandhi on vote theft

বিহার বিধানসভা নির্বাচনের প্রচার গতি পেতে শুরু করেছে । কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ভোট চুরির অভিযোগকে হাতিয়ার বানিয়ে মাঠে নেমে পড়েছেন। নজরে রেখেছেন বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়াকে৷ তাঁর কথায় এটি “প্রাতিষ্ঠানিক ভোট চুরি ব্যবস্থা”। তবে প্রশ্ন উঠছে, একটি মাত্র ইস্যুতে ভর করে রাহুল বড়সড় রাজনৈতিক ঝুঁকি নিচ্ছেন না কি?

বড় সমস্যার বাইরে রাহুলের নজর

বিহারের বেকারত্ব, কাজের অভাব, দুর্নীতি বা পরিষেবা ভেঙে পড়া, এসব বড় ইস্যুতে সুর না চড়িয়ে রাহুল সব ডিম রাখছেন ‘ভোট চুরি’র ঝুড়িতে। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, কর্ণাটকের এক আসনে বেআইনিভাবে ভোট মুছে ফেলা হয়েছে, আরেকটি আসনে মহারাষ্ট্রে বাড়ানো হয়েছে। তিনি বলেন, ভোট চুরির প্রমাণ-সহ তাঁর হাতে রয়েছে ‘হাইড্রোজেন বোমা’, যা তিনি পরে প্রকাশ করবেন।

   

মিত্র শিবিরেই অস্বস্তি Rahul Gandhi on vote theft

কিন্তু এই একরৈখিক প্রচারে অস্বস্তি বাড়ছে মহাগঠবন্ধন জোটে। আরজেডি-র ভেতরেই একাংশের মতে, অতিরিক্ত জোরে ভোট চুরি প্রসঙ্গ সামনে আনলে তা “ভারতীয় গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ” করতে পারে এবং উল্টে বিরূপ প্রতিক্রিয়া ডেকে আনতে পারে। তেজস্বী যাদব যখন অভিবাসন, বেকারত্ব, অপরাধ, প্রশ্নফাঁস ও জনসেবার সংকট নিয়ে সরব, তখন রাহুল শুধু SIR-কেন্দ্রিক অভিযোগেই আটকে রয়েছেন— অথচ নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগও জানাননি।

Advertisements

ভোটারদের মনোভাব কী বলছে

ভোট ভাইব-এর সর্বশেষ জরিপ (১৪ সেপ্টেম্বর প্রকাশিত, ভলিউম–২) বলছে, মাত্র ২১ শতাংশ বিহারবাসী SIR-কে ভোট ইস্যু হিসেবে দেখছেন। অন্যদিকে, বেকারত্ব একক ইস্যুতেই ৩২ শতাংশ ভোটারের দৃষ্টি আকর্ষণ করেছে। অর্থাৎ জনমতের সঙ্গে রাহুলের একমাত্রিক বার্তা সাযুজ্য রাখছে না।

রাজনৈতিক ঝুঁকি

বিহার ভোটের আগে রাহুলের “ভোটাধিকার যাত্রা”, ১৬ দিনের পদযাত্রায় তিনি এই অভিযোগ আরও জোরদার করেছেন। কিন্তু বিশ্লেষকদের মতে, অতিরিক্ত ‘ভোট চুরি’ নির্ভর প্রচার মহাগঠবন্ধনের ভোট সম্ভাবনাকে দুর্বল করার পাশাপাশি ভারতীয় গণতন্ত্রের সুনামকেও খর্ব করতে পারে।