রাহুলের রণেভঙ্গ? হাজার জোড়াজুড়িতেও এড়ালেন বড় দায়িত্ব

অষ্টাদশ লোকসভায় বিরোধী দলনেতা হবেন রাহুল গান্ধী? জল্পনা তুঙ্গে উঠেছে। দাবি উঠেছে কংগ্রেসের অন্দরেও। তবে হাত শিবির সূত্রে খবর, লোকসভার বিরোধী দলনেতা হতে আগ্রহী নন…

Rahul Gandhi to visit Hathras meet kin of victims

অষ্টাদশ লোকসভায় বিরোধী দলনেতা হবেন রাহুল গান্ধী? জল্পনা তুঙ্গে উঠেছে। দাবি উঠেছে কংগ্রেসের অন্দরেও। তবে হাত শিবির সূত্রে খবর, লোকসভার বিরোধী দলনেতা হতে আগ্রহী নন রাহুল। বদলে, কুমারী শৈলজা, গৌরব গগৈ এবং মনীশ তিওয়ারীকে ওই পদে বসানোর প্রস্তুতি শুরু করেছে শতাব্দী প্রাচীন দলের কর্তারা।

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কংগ্রেসের আসন সংখ্যা গত দু’বারের চেয়ে অনেকটাই বেড়েছে। এক দশক পর লোকসভায় বিরোধী দলের নেতা হওয়ার সুযোগ পেয়েছে কংগ্রেস। ‘ইন্ডি’ জোটের ২৩২টি আসনের ভেতর ৯৯-টিই কংগ্রেসের। ফলে বিরোধী শিবিরের বৃহত্তম দল হিসাবে কংগ্রেসের কোনও নেতাই বিরোধী নেতা হবেন বলে প্রত্যাশিত।

   

পারিবারিক ঘাঁটিতে জয় পেতেই ‘দুঃসময়ের আশ্রয়’ ওয়ানাডকে বিদায় রাহুল গান্ধীর

রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো’ যাত্রা কংগ্রেসের এই উত্থানের কারণ হিসাবে বিবেচিত। ২০১৪ সালে কংগ্রেস ৪৪টি এবং ২০১৯ সালে ৫২ টি আসন জিতেছিল। এবার ৯৯টি জেতায় রাহুল লোকসভায় আরও দায়িত্ব নেবে বলে আশা করা হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত তা আর হচ্ছে না।

বিরোধী দলনেতা পদটি রাহুলকে ক্যাবিনেট মন্ত্রী পদমর্যাদা দিত, ইন্ডি জোটের শরিকদের সঙ্গে আরও ভাল সমন্বয় করতে সাহায্য করত এবং লোকসভায় বিজেপির বিরুদ্ধে বিরোধীদের আক্রমণের নেতৃত্ব দিয়ে কংগ্রেসের প্রতি জনগনের আস্থা বাড়াতেও কার্?কর হত৷ কিন্তু রাহুল না হওয়ায় আর তা হল না৷

Indians Avoid News: খবরে অনীহা ৩৯ শতাংশ ভারতবাসীর, জানুন কারণ

উল্লেখ্য ২০১৯ সালে দলের পর পর হার নিয়ে দলের প্রধানের পদ থেকে পদত্যাগ করেছিলেন রাহুল গান্ধী। এরপর থেকে তিনি সংগঠনের কোনও বড় পদ গ্রহণ এড়িয়ে গিয়েছেন।

এদিকে রাহুল এ দিন মা সনিয়া গান্ধীর নির্বাচনী কেন্দ্র রায়বরেলি থেকেই সংসদে প্রতিনিধিত্বের সিদ্ধান্ত নিয়েছেন। সোমবারই চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে আশা। রাহুল ওয়ানাডের সাংসদ পদ ছাড়লেই সেখানে বোন প্রিয়াঙ্কা গান্ধী ভঢড়ার প্রতিদ্বন্দ্বিতার পথ প্রশস্থ হল বলে মনে করা হচ্ছে। প্রিয়াহ্কা সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি, পরিবর্তে দলের জন্য প্রচারে মনযোগ দিয়েছিলেন। সূত্র জানাচ্ছে যে, সংসদে তিন গান্ধীর (সনিয়া, রাহুল, প্রিয়াঙ্কা) সংসদে থাকা নিয়ে তার আপত্তি ছিল, বিজেপিকে সেটিকে ‘বংশবাদী রাজনীতি’ বলে প্রচার করতে। উল্লেখ্য, সোনিয়া গান্ধী সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্যা।