২৪-এর লোকসভা ভোট মিটতে না মিটতেই ফের একবার আদালতে হাজির হতে হবে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে (Rahul Gandhi)। মূলত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংক্রান্ত একফি মানহানি মামলায় রাহুলকে আদালতে হাজিরা দিতে হবে।
আগামী ২৬ জুলাই সকাল ১০টায় উত্তরপ্রদেশের সুলতানপুর এমপি-এমএলএ আদালতে হাজিরা দিতে পারেন প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে মন্তব্য করায় কংগ্রেস সাংসদের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। এর আগে কংগ্রেস নেতাকে ২ জুলাই আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, তবে লোকসভা অধিবেশনের কারণে তিনি হাজিরা দিতে পারেননি।
মানহানি মামলায় গত ২০ ফেব্রুয়ারি থেকে জামিনে রয়েছেন রাহুল গান্ধী। সুলতানপুরের বিজেপি নেতা বিজয় মিশ্র মধ্যপ্রদেশের বিধায়ক আদালতে রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। আসলে ২০১৮ সালে অমিত শাহের বিরুদ্ধে মন্তব্যের জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছিল। চলতি বছরের ২০ ফেব্রুয়ারি তিনি সুলতানপুরের এমপি এমএলএ আদালতে হাজির হন, যার পরে কংগ্রেস সাংসদকে ২৫,০০০ টাকার দুটি বন্ডে জামিন দেওয়া হয়।
সূত্রের খবর, আগামী ২৬ জুলাই এই মামলায় সশরীরে হাজিরা দিতে পারেন রাহুল। রায়বরেলির এই কংগ্রেস সাংসদের বিরুদ্ধে ২০১৮ সালের ৮ মে কর্ণাটক বিধানসভা নির্বাচনের সময় বেঙ্গালুরুতে একটি সভায় বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে। রাহুলের বিরুদ্ধে তৎকালীন বিজেপি সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীকে খুনি বলার অভিযোগ রয়েছে। রাহুল গান্ধী বলেন, “ভারতীয় জনতা পার্টিতে খুনে অভিযুক্তও জাতীয় সভাপতি হতে পারে, কিন্তু কংগ্রেসে তা হয় না।”