শহুরে নকশালদের বুলি আওড়াচ্ছেন রাহুল গান্ধী: তোপ বিজেপির

নয়াদিল্লি: ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) মন্তব্যের তীব্র নিন্দা করলেন বিজেপি নেতা সৈয়দ শাহানওয়াজ হোসেন (Syed Shahnawaz Hussain)। তাঁর কটাক্ষ, “শহুরে নকশালদের বুলি আওড়াচ্ছেন রাহুল গান্ধী”। বুধবার সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে, রাহুল গান্ধীর ক্ষমা চাওয়ার দাবী তোলেন বিজেপি নেতা।

Advertisements

সৈয়দ শাহানওয়াজ হোসেন বলেন, “এগুলো কি ধরণের মন্তব্য? রাহুল গান্ধী (Rahul Gandh) তো ভারতীয় সেনাবাহিনীকেও ছাড়লেন না! দেশের কাছে ওনার ক্ষমা চাওয়া উচিৎ। ভারতীয় সেনার এই অসম্মান দেশবাসী মেনে নেবে না”। বস্তুত, মঙ্গলবার বিহারের কুটুম্বে ভারতীয় সেনাকে নিয়ে মন্তব্যে চরম বিতর্কে জড়ান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

   

দেশের অর্থনৈতিক অসাম্য তুলে ধরে রাহুল গান্ধী বলেন, “দেশের ৯০ শতাংশ মানুষই পিছিয়ে পড়া শ্রেণীর এবং সংখ্যালঘু। কিন্তু তাঁদের কোনও প্রতিনিধি নেই।” তিনি দাবী করেন, “জনসংখ্যার মাত্র ১০% দেশের আইনকানুন, বড় কর্পোরেট সংস্থা এমনকি সেনাকেও (Indian Army) নিয়ন্ত্রণ করে”।

রাহুলকে তুলোধোনা প্রতিরক্ষা মন্ত্রীর

Advertisements

বুধবার রাহুলের (Rahul Gandhi) এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। এদিন বিহারে নির্বাচনী প্রচারে নেমে তিনি বলেন, “সেনার (Indian Army) কোনও জাতি-ধর্ম হয় না”। রাহুল গান্ধী ভারতীয় সেনাকে রাজনীতিতে টানার চেষ্টা করছেন বলে তুলোধোনা করেন রাজনাথ।

বিহারের জনসভায় তিনি বলেন, “সংরক্ষণ থাকা উচিত। আমরা (অর্থাৎ, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি) সংরক্ষণের সমর্থক… আমরা দরিদ্রদের জন্য অনেক কিছু করেছি। কিন্তু সেনাবাহিনী? আমাদের সৈন্যদের একটাই ধর্ম – সৈন্য ধর্ম”।