সাভারকর মন্তব্যে প্রাণনাশের আশঙ্কা, আদালতে রাহুল গান্ধী

Rahul-Gandhi dalit vote

বুধবার পুনের একটি আদালতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) অভিযোগ করেন, বিনায়ক দামোদর সাভারকর নিয়ে তাঁর মন্তব্যের জেরে দায়ের হওয়া মানহানির মামলায় অভিযোগকারীর কাছ থেকে তাঁর জীবনের নিরাপত্তা হুমকির মুখে। তিনি বলেন, মহাত্মা গান্ধীর হত্যার মতো ঘটনা যেন পুনরায় না ঘটে, সেই সতর্কতা জরুরি।

রাহুলের আবেদনে দাবি করা হয়েছে, সাম্প্রতিক রাজনৈতিক মন্তব্য ও সাভারকর প্রসঙ্গ তোলার কারণে তাঁর নিরাপত্তা নিয়ে গুরুতর আশঙ্কা তৈরি হয়েছে। অভিযোগকারীর পরিবারকে নাথুরাম গডসের সরাসরি বংশধর হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তাদের সঙ্গে হিংসা ও সংবিধানবিরোধী কার্যকলাপের নথিভুক্ত ইতিহাস রয়েছে। তাঁর অভিযোগ—তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো বা অন্যভাবে টার্গেট করার চেষ্টা হতে পারে।

   

বিজেপি নেতাদের প্রকাশ্য হুমকি অভিযোগ

রাহুলের দাবি, ‘ভোট চুরি’ প্রসঙ্গে তাঁর মন্তব্য রাজনৈতিক প্রতিপক্ষকে ক্ষুব্ধ করেছে। তিনি অভিযোগ করেন, বিজেপি নেতা রবীনিত সিং বিট্টু তাঁকে ‘দেশের এক নম্বর সন্ত্রাসবাদী’ বলেছেন এবং তরবিন্দর সিং মারওয়াহও তাঁকে হুমকি দিয়েছেন। আদালতের কাছে তিনি আবেদন জানান, এসব হুমকিকে গুরুত্ব দিয়ে তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সাভারকর পরিবারের প্রতিক্রিয়া

অন্যদিকে, সাভারকরের নাতি সাত্যকি সাভারকর অভিযোগ করেন, রাহুল গান্ধী ইচ্ছাকৃতভাবে মামলার প্রক্রিয়া বিলম্বিত করছেন। তাঁর মতে, এই আবেদন অনেক আগেই দাখিল হলেও এটি মামলার সঙ্গে সম্পর্কিত নয় এবং যুক্তিহীন। তিনি আরও জানান, আদালত ইতিমধ্যেই স্পষ্ট করেছে যে শুনানিতে রাহুলের ব্যক্তিগত উপস্থিতি বাধ্যতামূলক নয়, তবুও তিনি অযথা দেরি করছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন