‘অপমান করুন, কিন্তু লড়াই ছাড়ব না’, অনুরাগের জাত তুলে মন্তব্যের পাল্টা রাহুল

জাতগণনা ইস্যুতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের মন্তব্য ঘিরে মঙ্গলবার উত্তাল হয় লোকসভা। পাল্টা দিলেন রাহুলও। ঠিক কী বলেছেন অনুরাগ?…

জাতগণনা ইস্যুতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের মন্তব্য ঘিরে মঙ্গলবার উত্তাল হয় লোকসভা। পাল্টা দিলেন রাহুলও।

ঠিক কী বলেছেন অনুরাগ?

   

এদিন তাঁকে রাহুল গান্ধীকে কটাক্ষ করে অনুরাগকে বলতে শোনা যায়, ‘যাঁর জাত জানা নেই, তিনিই জাতগণনার কথা বলছেন!’

পাল্টা কী বললেন রাহুল?

অনুরাগের এই মন্তব্যে লোকসভা উত্তাল হয়ে ওঠে। বিতর্কের মধ্যেই রাহুল অনুরাগ ঠাকুরকে বলেন, ‘এটা আমাকে গালি দেওয়া হল, এটা আমাকে অপমান করা হল। আপনি আমাকে যত খুশি অপমান করতে পারেন। যে কেউই এই দেশে দলিত, আদিবাসীদের কথা বলেন, যাঁরাই তাঁদের জন্য লড়েন, তাঁরা গালি খান। এই সব গালি আমি খুশি হয়ে খাব….। কিন্তু আপনার ভুলে যাওয়া উচিত নয় যে আমরা সংসদে জাতগণনা বিল পাস করব।’

এর পরই অনুরাগ বলেন, তিনি তাঁর মন্তব্যে কারও নামোল্লেখ করেননি।

৯০’র আতঙ্ক উপত্যকায়! রাতের আঁধারে ভস্মীভূত কাশ্মীরি পন্ডিতদের ভিটেবাড়ি

যার প্রত্যুত্তরে স্পিকারের আসনে বসা জগদম্বিকা পালকে উদ্দেশ্য করে রাহুল গান্ধী স্পষ্ট ভাষায় বলেন, ‘স্পিকার স্যার… অনুরাগ ঠাকুর আমায় গালি দিয়েছেন, আমায় অপমান করেছেন। তবে আমি অনুরাগ ঠাকুরের থেকে কোনও ক্ষমা চাইতে বলছি না। আমার ক্ষমার দরকার নেই। আমি লড়াই লড়ছি… আপনাদের যত গালি দেওয়ার দিন.. আমার আপনাদের ক্ষমরা দরকার নেই।’

‘কীকরে চুপ করব?’ প্রশ্ন ‘অপমানিত’ অধীরের! চ্যালেঞ্জ কংগ্রেসের দিল্লি নেতৃত্বকে

শেষ মহাভারতে বর্ণিত কাহিনী তুলে ধরেন রাহুল। বলেম, ‘মহাভারতের অর্জুনের মতো, আমি শুধু মাছের চোখ দেখতে পারি। আমরা জাতগণনা করাবই। আপনি যত খুশি আমাকে গালি দিতে পারেন।’

‘লাভ জিহাদ’ রুখতে উত্তরপ্রদেশে আরও কড়া শাস্তি যোগী সরকারের