মোদি-শাহর সারিতে রাহুল! ‘অসৎ’দের তালিকা প্রকাশ করে বিঁধলেন কেজরি

নয়াদিল্লি: দিল্লির বিধানসভা ভোটের আগেই ফাটল ধরেছে ইন্ডিয়া জোটে। কংগ্রেস ও আপ পৃথক পৃথক ভাবে ভোটে লড়ছে। বিজেপিকে ঠেকাতে মরিয়া দু’পক্ষই৷ তবে নিজেদের মধ্যে আঁতাতে…

Rahul Gandhi got a place in the list of dishonest people made by AAP

নয়াদিল্লি: দিল্লির বিধানসভা ভোটের আগেই ফাটল ধরেছে ইন্ডিয়া জোটে। কংগ্রেস ও আপ পৃথক পৃথক ভাবে ভোটে লড়ছে। বিজেপিকে ঠেকাতে মরিয়া দু’পক্ষই৷ তবে নিজেদের মধ্যে আঁতাতে নারাজ দুই শিবিরই৷ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের দুর্নীতি নিয়ে শুরু থেকেই সরব কংগ্রেস। পাল্টা জবাব দিয়েছে আপও৷ কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানালেও, সরাসরি কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে আক্রমণ শানাতে দেখা যায়নি তাদের৷ এবার সেই সৌজন্যের প্রাচীরটুকুও ভেঙে ফেললে দিল্লির শাসক দল। সরাসরি রাহুল গান্ধীর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে রাজধানীজুড়ে পোস্টার দিল আপ। তাদের তৈরি অসৎ নেতাদের তালিকায় মোদা-শাহের পাশে বসিয়ে দেওয়া হল লোকসভার বিরোধী দলনেতার নাম৷ (Rahul Gandhi got a place in the list of dishonest people made by AAP)

দিল্লিজুড়ে পোস্টার

দিল্লিজুড়ে পোস্টার দিয়েছে আপ। তাতে বলা হয়েছে কেজরিওয়ালের সততা সব অসৎ নেতাদের পরাজিত করবে। অসৎ নেতা কারা, সেই তালিকাও দেওয়া হয়েছে৷ সেখানে জ্বলজ্বল করছে রাহুল গান্ধীর নাম। হিন্দিতে লেখা হয়েছে ওই পোস্টার৷ সেখানে লেখা রয়েছে, ‘কেজরিওয়াল কি ইমানদারি, সারে বেইমানো পর পড়েগি ভারি’।

   

এই প্রথম কংগ্রেস নেতৃত্বকে আক্রমণ

এর আগে বিভিন্ন ইস্যুতে কংগ্রেস, বিজেপি ও আপ একে অপরকে নিশানা করেছে। কিন্তু নরেন্দ্র মোদী, অমিত শাহ ও রাহুল গান্ধীকে একই সারিতে বসিয়ে দুর্নীতি নিয়ে এই প্রথম তির ছুঁড়ল আপ। এতদিন দিল্লিজুড়ে জোর প্রচার চালালেও কংগ্রেসকে সেভাবে গুরুত্ব দেয়নি আপ। ইন্ডিয়া জোটের শরিক বলেই হোক, বা কৌশলগত কারণে হোক। কিন্তু ভোটের দিন যত এগোচ্ছে, ততই বাড়তে শুরু করেছে কংগ্রেসের গুরুত্ব৷ বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকাগুলিতে কংগ্রেস অনেক বেশি গ্রহণীয় হয়ে উঠেছে। সেই দিকটা বিবেচনা করেই হয়তো এবার কংগ্রেসকে নিশানা করল কেজরির দল। হাত শিবির অবশ্য হাত গুটিয়ে ছিল৷ শুরু থেকেই আপকে নিশানা করেছে তারা৷ এবার আপের পোস্টারে জোটের জয় আরও দৃঢ় করে দিল৷ 

Bharat: Cracks in India Alliance before Delhi Assembly elections. Congress and AAP contest separately. Both parties aim to stop BJP. AAP attacks Rahul Gandhi with posters. Kejriwal’s honesty vs corrupt leaders.