বৃহস্পতিবার রাজধানীর ইন্দিরা ভবনে এক সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে কংগ্রেসের শীর্ষ নেতা ও লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী ফের বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন। বহুদিন ধরে ‘ভোট চুরি’ ইস্যুতে সরব রাহুল এবার দাবি করলেন, তাঁর হাতে রয়েছে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার পদ্ধতিগত চক্রান্তের স্পষ্ট প্রমাণ। কর্নাটককে উদাহরণ হিসেবে তুলে ধরে রাহুল এই অভিযোগকে আরও জোরালো করেন।
রাহুল জানান, কর্নাটক রাজ্যে ভোটার তালিকায় ব্যাপক হারে নাম বাদ দেওয়া হয়েছে। তাঁর দাবি, এই কাজটি হচ্ছে সফটওয়্যারের অপব্যবহার এবং নকল আবেদনপত্রের মাধ্যমে। এর ফলে লক্ষাধিক ভোটার নির্বাচনী তালিকা থেকে বাদ পড়েছেন। তিনি বলেন, “এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পরিকল্পিতভাবে ভোটারদের নাম মুছে ফেলা হচ্ছে, যাতে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিকৃত করা যায়।”
রাহুল আরও জানান, কর্নাটকে তিনি যে তথ্যপ্রমাণ পেয়েছেন তা শুধুমাত্র এক রাজ্যের চিত্র নয়, বরং একটি বৃহত্তর চক্রান্তের ইঙ্গিত দেয়। তাঁর অভিযোগ, বিজেপি-নিয়ন্ত্রিত স্বার্থগোষ্ঠী এবং নির্বাচন কমিশনের একাংশ এতে জড়িত।
রাহুল গান্ধী গত কয়েক মাস ধরে ‘ভোট চুরি’ নিয়ে বিজেপিকে আক্রমণ করছেন। তবে বৃহস্পতিবার তিনি প্রথমবারের মতো ‘হাইড্রোজেন বোমা’ ফাটালেন—অর্থাৎ প্রমাণসহ অভিযোগ তুললেন। তাঁর কথায়, “আমাদের কাছে স্পষ্ট প্রমাণ রয়েছে, যেগুলি দেখাচ্ছে সফটওয়্যারের মাধ্যমে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। ভুয়ো আবেদনপত্র তৈরি করে লক্ষ লক্ষ ভোটারের নাম কেটে ফেলা হচ্ছে।”