বাতিল হচ্ছে রাহুল গান্ধীর নাগরিকত্ব! হাইকোর্টে মামলা দায়ের

লোকসভা ভোট মিটতেই ফের একবার অস্বস্তিতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi Citizenship)। এবার তাঁর নাগরিকত্ব বাতিলের দাবিতে হাইকোর্টে দায়ের হল মামলা। জানা গিয়েছে, কংগ্রেস…

লোকসভা ভোট মিটতেই ফের একবার অস্বস্তিতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi Citizenship)। এবার তাঁর নাগরিকত্ব বাতিলের দাবিতে হাইকোর্টে দায়ের হল মামলা।

জানা গিয়েছে, কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সমস্যা বাড়তে চলেছে। এবার রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে দিল্লি হাইকোর্টে পিটিশন দাখিল করেছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। রাহুল গান্ধীর ভারতীয় নাগরিকত্ব বাতিলের জন্য আদালতের কাছে দাবি জানিয়েছেন সুব্রহ্মণ্যম স্বামী।

   

সুব্রহ্মণ্যম স্বামী দাবি করেছেন, রাহুল গান্ধীর ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে। তাঁর ব্রিটিশ পাসপোর্টও রয়েছে। ফলে এই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তিনি। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের স্ট্যাটাস রিপোর্ট চেয়ে আদালতের কাছে দাবি জানিয়েছেন বিজেপি নেতা।

এর আগে ২০১৯ সালে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছিলেন সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর দাবি ছিল, রাহুল গান্ধীর ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে। তার ব্রিটিশ পাসপোর্ট রয়েছে। ভারতীয় সংবিধানের ৯ নম্বর অনুচ্ছেদের কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি কেবল একটি দেশের নাগরিক হতে পারেন। ব্যাখ্যা করুন যে ভারতে একজন ব্যক্তিকে কেবলমাত্র একক নাগরিকত্ব প্রদান করা হয়। ২০১৯ সালের ২০ এপ্রিল কেন্দ্রীয় সরকারের তরফে রাহুলকে নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে একটি নোটিস পাঠানো হয়।

সুব্রহ্মণ্যম স্বামী চিঠিতে আরও লিখেছেন যে ২০০৩ সালে ব্যাকপস লিমিটেড নামে একটি সংস্থা যুক্তরাজ্যে নিবন্ধিত হয়েছিল, যার পরিচালক ও সচিব ছিলেন রাহুল গান্ধী। বিজেপি নেতা আরও অভিযোগ করেন, ২০০৫ ও ২০০৬ সালে কোম্পানির বার্ষিক রিটার্নে গান্ধীর জন্ম তারিখ ১৯ জুন ১৯৭০ উল্লেখ করা হয়েছিল এবং তার জাতীয়তা ব্রিটিশ হিসাবে দেখানো হয়েছিল।