‘পদ্মের ‘চক্রব্যুহে’ আটকে দেশ’, বিজেপিকে তীব্র আক্রমণ রাহুলের

বাদল অধিবেশন চলাকালীন ফের একবার বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। আজ সোমবার নানা ইস্যুকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ।…

বাদল অধিবেশন চলাকালীন ফের একবার বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। আজ সোমবার নানা ইস্যুকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। এদিকে কৃষক সমস্যা থেকে শুরু করে বাজেট, একের পর এক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে বিজেপি আক্রমণ করলেন রাহুল।

তিনি বলেন, ‘বিজেপির শাসনে সবাই বিরক্ত। দেশ পদ্মের চক্রব্যুহে আটকে। ১০ বছরের ৭০ বার প্রশ্ন ফাঁস হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ভাষণে প্রশ্ন ফাঁসের কোনও উল্লেখ নেই।’ এদিকে কৃষক ইস্যুতে কেন্দ্রের উদ্দেশ্যে বিরাট ঘোষণা করেন রাহুল। বলেন, ‘কৃষকদের সঙ্গে দেখা করতে রাজি নয় সরকার। তবে চিন্তা নেই, কৃষকদের জন্য নির্দিষ্ট এমএসপি বিল পাস করবে ইন্ডি জোট।

   

চলতি বছরের বাজেট নিয়েও চুপ থাকেন না রাহুল। লোকসভার বিরোধী দলনেতা বলেন, ‘এবারের বাজেটে মধ্যবিত্তের বুকে পিঠে ছোরা মেরেছে সরকার। ছোট ব্যবসায়ীদের ভয় দেখানো হচ্ছে। আদানি আম্বানি ছাড়া সাধারণের স্বপ্ন দেখার অধিকার নেই। বাজেট পেশের আগে মধ্যবিত্তরা মোদীকে সমর্থন করতো।’ সপ্তাহের প্রথম দিনেই সংসদের বুকে দাঁড়িয়ে মহাভারতের প্রসঙ্গ টানেন রাহুল গান্ধী। তিনি বলছেন, “হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রে ছয়জন লোক অভিমন্যুকে চক্রব্যূতে ফাঁদে ফেলে হত্যা করেছিল। আমি একটু গবেষণা করে জানতে পারলাম যে ‘চক্রব্যূহ’ ‘পদ্মভুই’ নামেও পরিচিত – যার অর্থ ‘পদ্ম গঠন’। ‘চক্রব্যূহ’ পদ্মের আকারে। একবিংশ শতাব্দীতে এক নতুন ‘চক্রব্যূহ’ তৈরি হয়েছে – তাও আবার পদ্মের রূপে। প্রধানমন্ত্রী তার প্রতীক বুকে পরেন। অভিমন্যুর সঙ্গে সেই সময়ে যা হয়েছিল, তা এখন দেশের সাধারণ যুবক, কৃষক, মহিলা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সঙ্গে ঘটছে আজও ‘চক্রব্যূহ’-এর মাঝখানে ছয়জন রয়েছেন, তাঁরা হলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, মোহন ভাগবত, অজিত দোভাল, আম্বানি ও আদানি। এখন এই ছয়জন আজ গোটা পদ্মকে নিয়ন্ত্রণ করছেন।” 

স্পিকার ওম বিড়লার হস্তক্ষেপের পর তিনি বলেন, “আপনি চাইলে আমি এনএসএ, আম্বানি এবং আদানির নাম বাদ দেব এবং মাত্র তিনটি নাম নেব।