‘পাপ্পু’ এবার পাঙ্গা নেবে মোদীর সঙ্গে! বিজেপির ঘুম ওড়াবে বিরোধী দলনেতা রাহুল?

তাহলে কি আগামীদিনে প্রধানমন্ত্রীর মুখ হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)? দিল্লির রাজনৈতিক মহলের আনাচে-কানাচে এখন এই প্রশ্নই ঘুরঘুর করছে। তার…

Rahul Gandhi Appointed Leader of Opposition in Lok Sabha

তাহলে কি আগামীদিনে প্রধানমন্ত্রীর মুখ হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)? দিল্লির রাজনৈতিক মহলের আনাচে-কানাচে এখন এই প্রশ্নই ঘুরঘুর করছে। তার কারণ জীবনে প্রথমবার কোনও সাংবিধানিক পদে দায়িত্ব নিতে চলেছেন রাহুল গান্ধী। লোকসভায় বিরোধী দলনেতা হতে চলেছেন তিনি। দীর্ঘ এক দশক পরে লোকসভাতে অবশেষে বিরোধী দলনেতার পদে কেউ বসতে চলেছেন। এবং দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসেবে কংগ্রেসের কাছে এর গুরুত্ব কোন অংশেই কম নয়।

২০১৪ এবং ২০১৯ দুই লোকসভা নির্বাচনে কংগ্রেসের কপালে ন্যূনতম ৫৫ আসন জোটেনি। এমনকি অন্য কোনও দলও এই আসন সংখ্যা এককভাবে পেতে পারেনি। ফলে সংসদ দীর্ঘ ১০ বছর ধরে বিরোধী দলনেতা বিহীন অবস্থাতেই চলেছিল। অনেকের মতে এই ব্যবস্থার সুবিধা নিয়ে ছন্নছাড়া বিরোধী শিবির কে রীতিমতন ঘোল খাইয়ে ছেড়েছিল শাসক বিজেপি। কিন্তু এবার ২৪-এর নির্বাচনে সমস্ত হিসেব উল্টে দিয়ে, রীতিমত কাম ব্যাক করেছে কংগ্রেস।

   

সেই সঙ্গে দুরন্ত কামব্যাক রাহুলেরও। খাতায়-কলমে এখন অব্দি ৯৯ জন সাংসদ নিয়ে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে বিরোধী দলনেতার পদ এবার কংগ্রেসের দখলে। সেই সঙ্গে গোটা বিরোধী ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেওয়ার চাবিকাঠি ও তাদের হাতে বলেই মনে করা হচ্ছে। এই অবস্থাতে কংগ্রেসের মধ্যে কিছুটা হলেও কোণঠাসা গান্ধী পরিবারেরও একটা বড়সড় কামব্যাক হয়ে গেল বলে মনে করছেন অনেকে।

যদিও প্রথমে শোনা গিয়েছিল, সাংগঠনিক কাজের জন্য হয়ত বিরোধী দলনেতা হবেন না রাহুল। কংগ্রেসের অনেকে আবার বলেছিলেন রাহুলই যদি বিরোধী দল নেতা হন তাহলে কংগ্রেসের চিরাচরিত পরিবারতন্ত্রের অভিযোগ উঠতে পারে। সেক্ষেত্রে অনেকগুলি নাম সামনে এসেছিল। কিন্তু অবশেষে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে মঙ্গলবার প্রোটেম স্পিকারের কাছে রাহুলের নাম সরকারিভাবে জমা দেয় কংগ্রেস শিবির। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী রাহুলের নাম প্রস্তাবনা করে পাঠান প্রোটেম স্পিকার এর কাছে।

আর সেইসঙ্গে এই ঘটনা রাহুলের রাজনৈতিক কেরিয়ারে একটা মোড় ঘোরানো মুহূর্ত বলে অনেকে মনে করছেন। কারণ সংসদীয় রাজনীতিতে বিরোধী দলনেতার গুরুত্ব অনেক। অনেকেই বলেন সংসদে প্রধানমন্ত্রীর যতটা গুরুত্ব, ঠিক ততটাই গুরুত্ব বিরোধী দলনেতারও। পদ মর্যাদার দিক থেকে ক্যাবিনেট মন্ত্রীর সমান গুরুত্ব পাচ্ছেন রাহুল। আবার ইডি, সিবিআই বা ভিজিল্যান্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ আধিকারিক নিয়োগের ক্ষেত্রে তার মতামত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। আগামী দিনে বিরোধী জোটের কাছে নেতৃত্ব দেওয়া এবং প্রধানমন্ত্রী পদপ্রার্থীর মুখ হিসাবে নিজেকে তুলে ধরার সুবর্ণ সুযোগ পাচ্ছেন সনিয়া পুত্র। এবার দেখার বিষয় এই সুযোগের সদ্ব্যবহার কতটা করতে পারেন রাহুল।