ভেস্তে যাবে বাজেট অধিবেশন? পুরনো দাবিতেই অনড় কংগ্রেস, চরম হৈচৈর আশঙ্কা

নয়াদিল্লিঃ বাজেট অধিবেশনের আগে ফের ডেপুটি স্পিকারের দাবিতে সরব ইন্ডিয়া জোট। ডেপুটি স্পিকার পদ দিলে বাজেট অধিবেশনে ফের ধর্ণায় বসতে পারে বিরোধীরা। যারফলে আসন্ন বাজেট…

রাহুল গান্ধী

নয়াদিল্লিঃ বাজেট অধিবেশনের আগে ফের ডেপুটি স্পিকারের দাবিতে সরব ইন্ডিয়া জোট। ডেপুটি স্পিকার পদ দিলে বাজেট অধিবেশনে ফের ধর্ণায় বসতে পারে বিরোধীরা। যারফলে আসন্ন বাজেট অধিবেশনে পূর্ণাঙ্গ বাজেট পাশ করাতে বেকায়দায় পড়তে হতে পারে এনডিএ (NDA) সরকারকে।

‘ওরা ঈর্ষান্বিত’, মোদীর রাশিয়া সফরে পশ্চিমী দুনিয়াকে এক-হাত ক্রেমলিনের!

   

সেই উদ্দেশ্যেই বিরোধীরা কেন্দ্রের ওপর চাপ বাড়াতে বলে মনে করছে রাজনৈতিক মহল। আর ডেপুটি স্পিকার ইস্যুতে সংসদের সেন্ট্রাল হলে মোদী সরকারের বিরুদ্ধে একজোট হতে প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস, তৃণমূল, ডিএমকে ও সমাজবাদী পার্টি ও শিবসেনার মতো দলগুলি। আর এই বিষয়ে তৃণমূল বাকি বিরোধীদের সঙ্গে সমন্বয়ের কাজ করছে বলে জানা গিয়েছে।

মুম্বই হিট-অ্যান্ড-রান কাণ্ডে অ্যাকশনে পুলিশ, গুণপনার শেষ নেই অভিযুক্ত শিণ্ডেসেনা নেতার ছেলে মিহিরের

বিরোধীদের দাবি, ভারতীয় সংবিধান অনুযায়ী সংসদের ডেপুটি স্পিকার পদটি বিরোধীদেরই পাওয়ার কথা। কিন্তু নয়া সংসদে সেই পদটিতে ওড়িশার বিজেপি সাংসদ ভর্তৃহরি মহতাবকে মনোনীত করে বিজেপি। আর তারপরেই রাজনৈতিকমহলে শুরু হয় জলঘোলা। তবে নিজেদের অধিকারের দাবিতে শুরু থেকেই অনড় বিরোধী জোট। সেই সাংবিধানিক অধিকারকে ছিনিয়ে নিতে বাজেট অধিবেশনে ফের মরিয়া চেষ্টা চালাতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

রথের দিন কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই প্লাস্টিক কারখানা

বাজেট অধিবেশনে বিরোধীরা একজোট হয়ে বিরোধিতা করলে বাজেট অধিবেশন পাস করাতে মোদী সরকারকে যথেষ্ট বিড়ম্বনায় পড়তে হতে পারে। তার কারণ এইবার সংখ্যাগরিষ্টতা পায়নি বিজেপি। মাত্র ২৪০ টি আসনেই থমকে গিয়েছে মোদীর রথ। কিন্তু টিডিপি ও নীতীশের জেডিইউর সাহায্যে সেই ম্যাজিক ফিগার অতিক্রান্ত করতে সফল হয় তাঁরা। তবে সরকার গঠনের আগে থেকেই স্পিকার পদ চেয়ে অনড় ছিল চন্দ্রবাবু নাইডুর দল। আর তাতে ইন্ধনও জুগিয়েছিল ইন্ডিয়া জোটের নেতারাও। তবে সেই ইস্যু সাময়িক ভাবে শিথিল হলেও বাজেট অধিবেশনের আগে ফের মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।