লোকসভার স্পিকার পদে কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণার হওয়ার পরই অসন্তোষ জানিয়েছিল তৃণমূল। প্রশ্ন উঠেছিল বিরোধী ঐক্য নিয়ে। এইসব বিতর্কের মধ্যেই মঙ্গলবার সংসদে ধরা পড়ল অন্য ছবি। দেখা যায়, সাংসদদের লোকসভায় শপথগ্রহণের মধ্যেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলছেন।
সূত্রের খবর, দুই দলের এই দুই শীর্ষ নেতা সুরেশকে লোকসভার স্পিকার হিসাবে মনোনীত করার বিষয়ে আলোচনা করছিলেন।
ডেপুটি স্পিকার পদ পাওয়ার প্রতিশ্রতি বিজেপির থেকে না মেলায় স্পিকার নির্বাচনে প্রার্থী দেওয়ার ঘোষমা করেছে কংগ্রেস। যা বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের প্রার্থী হিসাবেই গণ্য হচ্ছে। এই প্রথম লোকসভা স্পিকার নির্বাচনে ভোটাভুটি দেখবে। কিন্তু, তৃণমূল বিরোধী প্রার্থী নিয়ে উষ্মা প্রকাশ করে প্রকাশ্যেই। দলের শীর্ষ নেতৃত্বের যুক্তি, স্পিকার পদে কে সুরেশের প্রার্থী হওয়া নিয়ে বিরোদী জোট বা আলাদা করে তাদের কংগ্রেসের তরপে কিছু জানানো হয়নি।
চটে লাল মমতা! স্পিকার নির্বাচনে ঘুরিয়ে সেই বিজেপি প্রার্থীকেই সমর্থন তৃণমূলের?
জানা গিয়েছে, সুরেশ নিজে স্পিকার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সমর্থনও চেয়েছেন।
এ নিয়ে লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দোপাধ্যায় এনডিটিভি-কে বলেছেন, ‘আমি টিভিতে দেখেছি এবং পুরোটা জানতে পেরেছি। ডেরেক ও’ব্রায়েন এসে আমাকে জিজ্ঞাসা করলেন এবং আমি জানালাম যে স্পিকার নির্বাচনে প্রার্থী নিয়ে কোনও আলোচনা হয়নি। আমরা একটি মিটিং করব এবং আলোচনা করব। এ নিয়ে আমাদের নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে ধার্য হবে।’ এই আবহেই জল্পনা, তাহলে কী স্পিকার নির্বাচনে অনুপস্থিত থেকে বিজেপিকেই ঘুরিয়ে সুবিধা করে দিতে পারে তৃণমূল কংগ্রেস!
লোকসভার রীতি ভাঙছে! স্পিকার নিয়ে শাসক-বিরোধী বৈঠক কেন ভেস্তে গেল?
জানা গিয়েছে, বিতর্কের মধ্যেই রাহুল গান্ধী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পিকার নির্বাচন নিয়ে কথা বলেছেন। চেষ্টা করেছেন তৃণমূল নেত্রীর ক্ষোভ প্রশমিত করার। এখন দেখার এই আলোচনার পরিণতি কী হয়।