কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে দুর্নীতি মামলার তদন্তে তত্পর ইডি। সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে তারা। তাতে নাম রয়েছে আপের রাজ্যসভার সাংসদ রাঘব চড্ডার (Raghav Chadha )। যদিও পুরো ঘটনা অস্বীকার করেছেন রাঘব চড্ডা নিজে।
সাংবাদিক বৈঠক করে তিনি দাবি করেন আবগারি দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জসিটে তার নাম রয়েছে এমন কোনও তথ্য তাঁর কাছে নেই। যাঁরা এই খবর ছড়াচ্ছেন তাঁদের ক্ষমা চাইতে বলেছেন তিনি।
আবগারী দুর্নীতি মামলায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করা হয়েছে। জেরা করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও। আবগারি নীতিতে বদল এনে কোটি কোটি টাকার দুর্নীতি করা হয়েছে। সেই অভিযোগে লেফটেন্যান্ট গভর্নরের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করে।
দিল্লিতে বিজেপি কবজা করতে না পেরে তাঁদের এজেন্সি প্রয়োগ করে ফাঁসানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।
প্রসঙ্গত, আম আদমি পার্টির রাজ্য সভার সাংসদ রাঘব চড্ডার সঙ্গে বলিউড অভিনেত্রী পরিনীতি চোপরার বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়েছে। তার মাঝেই ইডির চার্জশিটে রাঘব চড্ডার নাম থাকার খবরে উত্তেজনা আরও বেড়েছে।