Radhika Khera: রাম মন্দিরে গিয়ে দলে একঘরে, দলত্যাগ কংগ্রেস নেত্রীর

রাম মন্দির ইস্যুতে ভোট চাইছে বিজেপি। এ নিয়ে বিরোধিতায় বিরোধী শিবির। অভিযোগ, অযোধ্যায় রাম মন্দিরে যাওয়ায় বিপাকে ছত্তিসগঢ়ের কংগ্রেসনেত্রী। প্রথমে দলের অন্দরেই চাপের মুখে পড়তে…

Radhika Khera

রাম মন্দির ইস্যুতে ভোট চাইছে বিজেপি। এ নিয়ে বিরোধিতায় বিরোধী শিবির। অভিযোগ, অযোধ্যায় রাম মন্দিরে যাওয়ায় বিপাকে ছত্তিসগঢ়ের কংগ্রেসনেত্রী। প্রথমে দলের অন্দরেই চাপের মুখে পড়তে হয় তাঁকে। বাধ্য হয়ে দলই ছেড়ে দিলেন হাত শিবিরের নেত্রী রাধিকা খেরা (Radhika Khera )।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন। দলের পদ ছেড়েছেন, দলও ছেড়েছেন রাধিকা। তিনি বলেছেন, ‘২২ বছর ধরে আমি কংগ্রেসের সঙ্গে আছি। ছাত্র সংসদ থেকে কংগ্রেসের মিডিয়া বিভাগ- সব দায়িত্ব সততার সঙ্গে পালন করেছি। কিন্তু আমাকে মারাত্মক অপমান সহ্য করতে হল। কারণ, আমি অযোধ্যায় রাম মন্দিরের সমর্থন করেছি।’ এতেই দলের একাংশের আপত্তি।

   

রাধিকা খেরার দাবি, ছত্তিসগঢ় প্রদেশ কংগ্রেসের অনেকেই তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। এসবই শুরু হয় তাঁর অযোধ্যায় রাম মন্দিরে যাওয়ার পর। এ নিয়ে শীর্ষ নেতৃত্বকে জানিয়েও কোনও লাভ হয়নি। তাঁর কথায়, ‘আমি কখনই দলের নিয়মের বাইরে য়ায়নি। আমি হিন্দু। সনাতন ধর্মের অনুসারি। তাই অযোধ্যায় রাম মন্দিরে গিয়েছিলাম। আর তাই আমার প্রতি অবিচার করা হল।’

পুরোনো দল ছেড়েছেন। কষ্ট হচ্ছে। তবে নিজের সিদ্ধান্তে ভুল কিছু দেখছেন না রাধিকা খেরা। তাঁর কথায়, ‘দলের সঙ্গে এতদিনের সম্পর্ক ভেঙে মন খারাপ লাগছে। কিন্তু দলে আমি বিতার পায়নি। দলের কাছে আমি হেরে গিয়েছি। আমি একজন মহিলা এবং রামভক্ত হয়ে আমি খুব দুঃখিত।’