Mahua Moitra: কুকুর চুরি বিতর্কে তৃণমূল সাংসদ মহুয়া বললেন ‘হেনরি আমার’

তুমুল বিতর্কের কেন্দ্রবিন্দুতে সাংসদ মহুয়া মৈত্র। বিতর্কের সূত্রপাত সম্প্রতি দেওয়া নিশিকান্ত দুবের চিঠি। সেই সূত্র ধরেই শিরোনামে তিন বছরের এক রটওয়েলার প্রজাতির কুকুরের নাম। সুপ্রিম…

তুমুল বিতর্কের কেন্দ্রবিন্দুতে সাংসদ মহুয়া মৈত্র। বিতর্কের সূত্রপাত সম্প্রতি দেওয়া নিশিকান্ত দুবের চিঠি। সেই সূত্র ধরেই শিরোনামে তিন বছরের এক রটওয়েলার প্রজাতির কুকুরের নাম। সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দেহদরাই, যিনি একসময় সাংসদ মহুয়া মৈত্রের বন্ধু ছিলেন, অভিযোগ করেন যে তাঁর পোষ্য কুকুরকে ‘অপহরণ’ করেছিলেন মহুয়া। তবে পাল্টা সুর চড়ান মহুয়া। ‘হেনরি’ নামে ওই কুকুরকে চুরি করার পাল্টা অভিযোগ তোলেন মহুয়া মৈত্র। উল্ল্যেখ্য, সোশ্যাল মিডিয়ায় মহুয়া ও অনন্ত দেহদরাই দুজনের সঙ্গেই একাধিক ছবি রয়েছে সেই কুকুরটির। এখন সব থেকে বড় প্রশ্ন সকলের মনে যে তাহলে ‘হেনরি’ নামক কুকুরটি আসলে কার।

সম্প্রতি,মহুয়া মৈত্রের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন বিশিষ্ট ব্যবসায়ী হীরানন্দানি। অপর দিকে, এই বিষয়ে একই অভিযোগ এনে সিবিআই-কে চিঠি দেন জয় অনন্ত দেহদরাই। তিনি অভিযোগ এনেছেন যে মহুয়া মৈত্র তাঁকে প্রস্তাব দিয়েছেন যে সিবিআই-কে দেওয়া চিঠি ফিরিয়ে নেওয়া হলে ওই পোষ্য কুকুরকে ফিরিয়ে দেবেন সাংসদ। আরে এই সকল বিতর্কের মাঝেই খবরের শিরোনামে তিন বছরের পোষ্য হেনরি।

   

জয় অনন্ত দেহদরাই জানান যে ২০২১ সালে দিল্লির জনকপুরীতে এ বি বহুগুনার থেকে ৭৫ হাজার টাকা দিয়ে কুকুর কেনেন তিনি। প্রথমে ১০ হাজার ও পরে ৬৫ হাজার টাকা দিয়ে ওই কুকুর কেনেন তিনি বলে জানান। অভিযোগের সঙ্গে প্রমাণের জন্য নথিও জমা দেন আইনজীবী দেহদরাই। হেনরির রেজিস্ট্রেশন নম্বরও জমা দিয়েছেন তিনি। তিনি আরও দাবি করেছেন যে তিনি হেনরির ৪০ দিন বয়স থেকেই তার দেখাশোনা করছেন। এবং হেনরির কখন, কী প্রয়োজন, সে সম্পর্কে তাঁর স্পষ্ট ধারনা আছে বলেও দাবি করেছেন।

Advertisements

এমন অভিযোগের মাঝে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলছেন, হেনরি নামক কুকুরটি আসলে তাঁর। তিনি অভিযোগ করেছেন যে তাঁর সরকারি বাসভবনে ঢুকে হেনরি-কে চুরি করেছিলেন দেহদরাই। মহুয়া যানান যে পরে হেনরিকে ফিরিয়ে দেন। তবে পরে আবারও একই ঘটনা ঘটলে, পরপর দুটি অভিযোগ জানিয়েছিলেন বলে দাবি মহুয়ার। মহুয়া জানিয়েছেন যে গত ২৫ মার্চ ও ২৩ সেপ্টেম্বর দুটি অভিযোগ জানিয়েছিলেন তিনি। এরপরে পুরনো বন্ধুত্বের জন্য অভিযোগ তুলে নেন বলে জানান।

দেহদরাই গুরুতর অভিযোগ করেন যে মহুয়া ওই কুকুরকে অপহরণ করে লুকিয়ে রেখেছিলেন। বৃহস্পতিবার পুলিশকে দেওয়া চিঠিতে দেহদরাই আর্জি জানিয়েছেন, যাতে দ্রুত হেনরিকে তাঁর কাছে ফিরিয়ে দেওয়া হয়।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News