৩০ মিনিটে প্রশ্নপত্র ফাঁস! সরকারি চাকরির পরীক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল BJP শাসিত রাজ্য

দেহরাদুন: মাত্র একদিন আগেই সরকারি চাকরির পরীক্ষার কারচুপির অভিযোগে দু’জনের গ্রেফতারির পর ফের প্রশ্নপত্র ফাঁসের (Paper leak) অভিযোগ উঠল বিজেপি (BJP)-শাসিত রাজ্য উত্তরাখন্ডে। জানা গিয়েছে,…

দেহরাদুন: মাত্র একদিন আগেই সরকারি চাকরির পরীক্ষার কারচুপির অভিযোগে দু’জনের গ্রেফতারির পর ফের প্রশ্নপত্র ফাঁসের (Paper leak) অভিযোগ উঠল বিজেপি (BJP)-শাসিত রাজ্য উত্তরাখন্ডে। জানা গিয়েছে, রবিবার পরীক্ষা শুরুর মাত্র আধ ঘন্টার মধ্যেই ফাঁস হয়ে যায় উত্তরাখন্ড Subordinate Service Selection Commission (UKSSSC) পরীক্ষার প্রশ্নপত্র। ওইদিন সকাল ১১ টা থেকে বেলা ১ টা পর্যন্ত পরীক্ষা চলে। কিন্তু, সকাল ১১.৩০ এর মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ জানিয়েছেন উত্তরাখণ্ড স্বাভিমান মোর্চার সভাপতি ববি পানওয়ার।

Advertisements

ঘটনাকে কেন্দ্র করে উত্তরাখন্ড বেরোজগার সংঘ এবং স্বভিমান মোর্চার নেতৃত্বে বিপুল সংখ্যক সরকারি চাকরির পরীক্ষার্থী যুবক-যুবতী আন্দোলনে নামেন। প্যারেড গ্রাউন্ড সহ দেহরাদুন শহরের একাধিক জায়গায় তুমুল বিক্ষোভ দেখান পরীক্ষার্থীরা। জানা গিয়েছে, সমাজমাধ্যমে যুব সম্প্রদায়ের মধ্যে বেশ জনপ্রিয় মুখ ববি পানওয়ার এবং ত্রিভুবন চৌহান এই আন্দোলনের নেতৃত্ব দেন। তাঁরা লোকসভা নির্বাচনে নির্দল এবং কেদারনাথ উপনির্বাচনেও লড়েছেন বলে জানা গিয়েছে।

Advertisements

শনিবার প্রশ্নপত্র ফাঁসের জন্য দু’জনকে গ্রেফতার করা হয়

জানা গিয়েছে, ৬ জন পরীক্ষার্থীকে ১২-১৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন পঙ্কজ গৌর এবং হাকাম সিং নামক দুই ব্যক্তি। অভিযোগ সামনে আসতেই শনিবার তাঁদের দুজনকে গ্রেফতার করে দেহরাদুনের স্পেশাল টাস্ক ফোর্স এবং দেহরাদুন পুলিশ।

এর আগে ২০২১-এও উত্তরাখন্ড Subordinate Service Selection Commission (UKSSSC) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন হাকাম সিং। শনিবারের ঘটনার পর প্রশাসনের তরফে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নিরাপত্তা এবং কারচুপি-বিহীন পরীক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল দেহরাদুন প্রশাসন। তা সত্ত্বেও হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগে আন্দোলনে নামে হাজারও পরীক্ষার্থী। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে প্রশাসন।

কংগ্রেসের কটাক্ষ

যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে বলে সরব হয়েছে বিরোধী দল কংগ্রেস (Congress)। সরকারের গাফিলতি নিয়ে বিরোধী দলনেতা যশপাল আর্য বলেন, শনিবার গ্রেপ্তার হওয়া হাকাম সিং রাওয়াত বেশ কয়েকটি বড় প্রশ্নপত্র ফাঁসের মামলায় জড়িত ছিলেন।

“২০২১ সালের এসএসএসসি পরীক্ষা, ফরেস্ট রেঞ্জার নিয়োগ এবং সচিবালয়ের গার্ড নিয়োগে তার নাম উঠে এসেছিল। সরকারের দুর্বল বিচারের কারণে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছিল এবং তার নেটওয়ার্ক সক্রিয় ছিল। প্রতারণা এবং প্রশ্নপত্র বিক্রির চক্রের রাজ্যের সবচেয়ে বড় সন্দেহভাজন জেল থেকে ছাড়া পেয়ে ফের পরীক্ষার প্রশ্নপত্র বিক্রির ব্যবসা শুরু করেছে”, বলে অভিযোগ করেন যশপাল আর্য।