ভারত-রাশিয়া সম্পর্ক নতুন দিগন্তে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে দুই দিনের সফরে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার বিদেশ মন্ত্রক (MEA) জানায়, আগামী ৪-৫ ডিসেম্বর নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ২৩তম ভারত–রাশিয়া বার্ষিক শীর্ষ বৈঠকে অংশ নেবেন পুতিন। ২০২১ সালের পর এই প্রথমবার ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট। সর্বশেষ মোদী-পুতিন মুখোমুখি বৈঠক হয়েছে এ বছর সেপ্টেম্বরে তিয়ানজিনে এসসিও সম্মেলনের সাইডলাইনে।
উল্লেখযোগ্যভাবে, এই সফর এমন সময় যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২৮ দফা খসড়ার ভিত্তিতে শান্তি-আলোচনায় বসেছে। ফলে পুতিনের দিল্লি সফর সাম্প্রতিক ভূ-রাজনৈতিক সমীকরণে বিশেষ গুরুত্ব বহন করছে।
MEA কী বলল?
MEA-র বিবৃতিতে বলা হয়েছে, পুতিনের সফর দুই দেশের মধ্যে ‘বিশেষ এবং সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব’ আরও দৃঢ় করার রূপরেখা নির্ধারণ করবে। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে যৌথ অবস্থান গড়ে তোলার সুযোগ তৈরি হবে।
বিবৃতিতে জানানো হয়েছে, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৪ ও ৫ ডিসেম্বর ভারত সফর করবেন। সফরকালে মোদীর সঙ্গে বৈঠক ছাড়াও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং রাষ্ট্রপতির আতিথেয়তায় নৈশভোজে অংশ নেবেন।”
গত বছর মস্কোয় অনুষ্ঠিত হয়েছিল ভারত–রাশিয়া শীর্ষ বৈঠক। সেই সফরেই পুতিন মোদীকে রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল’ প্রদান করেন।
প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর হবে Putin India Visit 2025
সূত্র অনুযায়ী, ডিসেম্বরের মোদী–পুতিন বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতাই প্রধান আলোচ্য হবে।
ভারতের অগ্রাধিকার থাকবে—
আরও পাঁচটি S-400 রেজিমেন্ট কেনার বিষয়ে আলোচনা
দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তার জন্য তেল ও গ্যাস সহযোগিতা বাড়ানো
শিক্ষা ও বাণিজ্য ক্ষেত্রে একাধিক MoU চূড়ান্ত করা
রাশিয়ার অগ্রাধিকার সুখোই-৫৭ (Su-57) পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট প্রকল্পে ভারতের অংশীদারিত্ব নিশ্চিত করা৷ রুশ সূত্রের মতে, মস্কো চাইছে ভারত শুধু ক্রেতা নয়, বরং যৌথ উন্নয়ন-সহযোগী হোক। Su-57-কে মার্কিন F-35-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয়। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।
কেন এই সফর গুরুত্বপূর্ণ?
- ইউক্রেন যুদ্ধ-পরবর্তী নতুন সামরিক ও কূটনৈতিক বাস্তবতায় ভারত-রাশিয়া সম্পর্কের পুনর্গঠন
- রাশিয়ার জ্বালানি সরবরাহ ও ভারতের প্রতিরক্ষা আধুনিকীকরণের রূপরেখা নির্ধারণ
- পশ্চিমা বিশ্বের চাপের মধ্যেও মস্কো-দিল্লি ঐতিহ্যগত কৌশলগত সম্পর্ক বজায় রাখার বার্তা
বিদেশ মন্ত্রকের মতে, এই বৈঠক দুই দেশের দীর্ঘমেয়াদী ভূ-কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে।
