‘বিচার হতেই হবে’, পহেলগাঁও নিয়ে মোদীকে বার্তা পুতিনের

নয়াদিল্লি: কাশ্মীরের পহেলগাঁও-এ নারকীয় জঙ্গি হানার পর তপ্ত ভারত-পাক কূটনৈতিক আবহ৷ এমন সময় দৃঢ় বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে…

Putin Condemns Pahalgaon Attack

নয়াদিল্লি: কাশ্মীরের পহেলগাঁও-এ নারকীয় জঙ্গি হানার পর তপ্ত ভারত-পাক কূটনৈতিক আবহ৷ এমন সময় দৃঢ় বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেন৷ তিনি পহেলগাঁও-এ ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানান এবং সাফ বলেন—এই ‘জঘন্য অপরাধে’ যারা জড়িত, তাদের শাস্তি হতেই হবে। শুধু কড়া বার্তাই নয়, সন্ত্রাসবিরোধী যুদ্ধে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন পুতিন।

বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পুতিন পহেলগাঁও-এ নিহত ২৬ জন নিরীহ মানুষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন৷ তিনি বলেন—এ ধরনের হিংসাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি শুধুই হামলা নয়, বর্বরতা।

   

‘কোনও বাইরের প্রভাব নয়’—ভারত-রাশিয়া সম্পর্কের মেরুদণ্ডে আস্থা

কেবল সন্ত্রাসবিরোধী সহমর্মিতাই নয়, দুই নেতার কথায় উঠে এসেছে আরও বড় কূটনৈতিক বার্তা—ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্ক কোনও তৃতীয় পক্ষের প্রভাবে দিশা হারাবে না। মস্কোর তরফে বলা হয়েছে, এই সম্পর্ক “বহুমুখী, গতিশীল এবং স্বাধীন।” রুশ সংবাদমাধ্যম TASS-এর রিপোর্ট অনুযায়ী, পুতিন ও মোদী তাঁদের দ্বিপাক্ষিক ‘Special and Privileged Strategic Partnership’ আরও গভীর করার প্রতিশ্রুতি দিয়েছেন।

পুতিন আমন্ত্রণ জানিয়েছিলেন আগামী Victory Day (রাশিয়ার জার্মানির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়) উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে যোগ দেওয়ার জন্য। তবে পহেলগাঁও হামলার পরবর্তী নিরাপত্তা পরিস্থিতির কারণে মোদী সেই আমন্ত্রণ গ্রহণ করছেন না। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও যাচ্ছেন না। ভারতীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ। এই সিদ্ধান্ত কেবল নিরাপত্তাজনিত নয়, বরং সাংকেতিক কূটনীতি—ভারতের এখন অগ্রাধিকার সন্ত্রাসবিরোধী যুদ্ধ, আন্তর্জাতিক মিলনমেলা নয়।

দিল্লির বার্তা স্পষ্ট, ইসলামাবাদের গায়ে আঁচর Putin Condemns Pahalgaon Attack

সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের অবস্থান এখন আগের চেয়ে কঠোর। মোদী ইতিমধ্যেই সেনাবাহিনীকে দিয়েছেন ‘সম্পূর্ণ অপারেশনাল ফ্রিডম’। পহেলগাঁও হামলার দায়ীরা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, খুঁজে বার করে জবাব দেওয়ার বার্তা দিয়েছেন। এরই মাঝে পাকিস্তান একাধিকবার দাবি করেছে, ভারত বড় মাপের ‘সামরিক অভিযানের’ প্রস্তুতি নিচ্ছে। পাল্টা জবাবের কথাও বলেছে ইসলামাবাদ।

রাশিয়ার অবস্থান ভারতের কূটনৈতিক জয়

বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়ার এই সরাসরি সমর্থন আন্তর্জাতিক মহলে ভারতের অবস্থানকে জোরদার করবে। দীর্ঘদিন ধরে মস্কো এবং নয়াদিল্লি ‘কৌশলগত মিত্র’ হলেও, সাম্প্রতিক ভূরাজনৈতিক টানাপোড়েনে এই বার্তা খুবই তাৎপর্যপূর্ণ। পশ্চিমা বিশ্বের চাপের মধ্যেও রাশিয়া ভারতকে অগ্রাধিকারে রাখছে—এই দৃষ্টান্ত ভারতের জন্য তাৎপর্যপূর্ণ বিজয়।

Bharat: Russian President Putin calls PM Modi, strongly condemns Pahalgaon terror attack, demands punishment for perpetrators, and pledges Russia’s support in the fight against terrorism.