পুষ্পা ২ পদপিষ্ট কাণ্ডে চার্জশিট, অভিযুক্ত তালিকায় আল্লু অর্জুন

হায়দরাবাদ: ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ার ঘিরে ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্ট কাণ্ডে (Pushpa 2 stampede case) তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করল হায়দরাবাদ সিটি…

পুষ্পা ২ পদপিষ্ট কাণ্ডে চার্জশিট, অভিযুক্ত তালিকায় আল্লু অর্জুন

হায়দরাবাদ: ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ার ঘিরে ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্ট কাণ্ডে (Pushpa 2 stampede case) তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করল হায়দরাবাদ সিটি পুলিশ। এই চার্জশিটে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন, তাঁর নিরাপত্তা রক্ষী দল এবং থিয়েটার কর্তৃপক্ষ-সহ মোট ২৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সন্ধ্যা থিয়েটার ম্যানেজমেন্টকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে, আর আল্লু অর্জুনের নাম রয়েছে অভিযুক্ত নম্বর ১১ হিসেবে।

Advertisements

ঘটনাটি ঘটে ২০২৪ সালের ৪ ডিসেম্বর, হায়দরাবাদের চিক্কাদপল্লি এলাকার সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার শো চলাকালীন। অভিনেতা আল্লু অর্জুন উপস্থিত থাকবেন—এই খবর ছড়িয়ে পড়তেই থিয়েটারের বাইরে জড়ো হন হাজার হাজার ভক্ত। পরিস্থিতি সামাল দেওয়ার মতো পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ভিড় দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

   

এই বিশৃঙ্খলার মধ্যেই ঘটে যায় ভয়াবহ পদপিষ্টের ঘটনা। এতে মৃত্যু হয় ৩৫ বছর বয়সি এক মহিলার, আর গুরুতর আহত হয় তার ৮ বছরের নাবালক ছেলে। ঘটনার পরপরই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে প্রশাসনের ভূমিকা নিয়ে।

মৃত মহিলার পরিবারের পক্ষ থেকে দায়ের করা অভিযোগের ভিত্তিতে চিক্কাদপল্লি থানায় মামলা রুজু হয়। মামলায় আল্লু অর্জুনের ব্যক্তিগত নিরাপত্তা কর্মী ও থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র একাধিক ধারায় অভিযোগ আনা হয়। পুলিশি তদন্তে উঠে আসে, প্রিমিয়ারের আগে ভিড় নিয়ন্ত্রণ ও জরুরি ব্যবস্থাপনা নিয়ে বড়সড় গাফিলতি ছিল।

এই মামলায় আল্লু অর্জুনকে ১৩ ডিসেম্বর ২০২৪ গ্রেপ্তার করা হয়। তবে তিনি একদিনের মধ্যেই তেলেঙ্গানা হাইকোর্টের অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পান। পরবর্তীতে আদালত তাঁর নিয়মিত জামিনও মঞ্জুর করে। যদিও তদন্ত চলাকালীন অভিনেতাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

ঘটনার পর আল্লু অর্জুন এবং ‘পুষ্পা ২’ ছবির নির্মাতারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান। মৃত মহিলার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি তেলেঙ্গানা সরকারও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করে।

চার্জশিট জমা পড়ার পর ফের একবার চর্চায় এসেছে সিনেমার প্রিমিয়ার শোতে নিরাপত্তা ব্যবস্থা ও তারকাদের উপস্থিতিতে ভিড় নিয়ন্ত্রণের বিষয়টি। বিশেষজ্ঞদের মতে, এই মামলা ভবিষ্যতে বড় ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে কঠোর নিয়ম ও নিরাপত্তা নীতিতে পরিবর্তন আনতে পারে।

এখন আদালতের পরবর্তী প্রক্রিয়ার দিকে নজর গোটা ফিল্ম ইন্ডাস্ট্রির। কারণ এই মামলা শুধু একটি দুর্ঘটনা নয়, বরং তারকা সংস্কৃতি ও জনসমাগম ব্যবস্থাপনার বড় পরীক্ষা বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Advertisements