জগন্নাথ ধামে জঙ্গি হামলার হুমকি! উত্তজনায় সৈকত নগরী

পুরী: শতাব্দীপ্রাচীন পুরীর জগন্নাথ মন্দিরে বোমা হামলার হুমকি ঘিরে বুধবার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শুধুমাত্র জগন্নাথ ধাম নয়, ওড়িশার বিজু জনতা দলের (BJD) রাজ্যসভার সাংসদ সুভাষিশ…

জগন্নাথ ধামে জঙ্গি হামলার হুমকি! উত্তজনায় সৈকত নগরী

পুরী: শতাব্দীপ্রাচীন পুরীর জগন্নাথ মন্দিরে বোমা হামলার হুমকি ঘিরে বুধবার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শুধুমাত্র জগন্নাথ ধাম নয়, ওড়িশার বিজু জনতা দলের (BJD) রাজ্যসভার সাংসদ সুভাষিশ খুন্টিয়া এবং শহরের একটি শপিং মলকেও উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনায় ওড়িশা জুড়ে ছড়িয়েছে আতঙ্ক, যার পরেই ৮০০ বছরের পুরনো এই মন্দিরের নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।

Advertisements

ঘটনার সূত্রপাত ও ধরপাকড়

   

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি বিতর্কিত পোস্ট ঘিরে এই গোলমালের সূত্রপাত। একটি ফেসবুক প্রোফাইল থেকে ওই হুমকিবার্তা পোস্ট করা হয়েছিল। যদিও যার নামে অ্যাকাউন্টটি রয়েছে, সেই মহিলা দাবি করেছেন যে তিনি এর সঙ্গে কোনোভাবে যুক্ত নন। তাঁর নাম ব্যবহার করে কেউ ভুয়ো আইডি খুলে এই আতঙ্ক ছড়িয়েছে। মহিলার বয়ান অনুযায়ী, ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে। পুরীর সাইবার থানায় এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

টার্গেটে বিজিডি সাংসদও Puri Jagannath Temple bomb threat

সাংসদ সুভাষিশ খুন্টিয়া জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া পোস্টের পাশাপাশি তিনি অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির কাছ থেকে হুমকি ফোন কলও পেয়েছেন। বিষয়টি নিয়ে তিনি পুরীর পুলিশ সুপারের (SP) সঙ্গে সরাসরি কথা বলেছেন এবং দ্রুত দোষীদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। পুলিশ বর্তমানে ওই ফোন কলটির উৎস সন্ধানে তদন্ত শুরু করেছে।

নজিরবিহীন নিরাপত্তা মন্দির চত্বরে

হুমকির খবর ছড়িয়ে পড়তেই বুধবার সকাল থেকে জগন্নাথ মন্দির ও তার আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত কড়াকড়ি করা হয়েছে। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, “মন্দিরের ভেতরে ও বাইরে প্রতিটি কোণে নজরদারি চালানো হচ্ছে। ভক্তদের নিরাপত্তার স্বার্থে কোনো ঝুঁকি নেওয়া হচ্ছে না।”

অতীতেও মিলেছিল হুমকি

উল্লেখ্য, পুরীর মন্দিরে জঙ্গি হামলার হুমকি এই প্রথম নয়। গত বছরের জুলাই মাসেও মন্দিরের দেওয়ালে ওড়িয়া ও ইংরেজি ভাষায় হুমকি বার্তা খোদাই করা হয়েছিল। সেখানে লেখা ছিল, “জঙ্গিরা আক্রমণ করে মন্দির গুঁড়িয়ে দেবে।” এমনকি প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করেও সেখানে বার্তা দেওয়া হয়েছিল। বারবার কেন জগন্নাথ মন্দিরকে লক্ষ্যবস্তু করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

বর্তমানে ওড়িশা পুলিশ ও সাইবার ক্রাইম বিভাগ যৌথভাবে এই অনলাইন হুমকির নেপথ্যে থাকা আসল চক্রটিকে ধরার চেষ্টা করছে। জগন্নাথ মন্দিরে আসা পর্যটক ও ভক্তদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Bharat: Security was tightened across Odisha after a bomb threat targeted the centuries-old Puri Jagannath Temple, a BJD Rajya Sabha MP, and a city shopping mall. Police launched a cyber probe following the threat issued through a social media post.

Advertisements