Vande Bharat: বাজ পড়ে বিকল পুরী-হাওড়া বন্দে ভারত

বিকল বন্দে ভারত। বাজ পড়ল Vande Bharat ট্রেনের উপর। এর পরেই ট্রেনটি বিকল হয়ে যায়। ওড়িশা যাযপুরে এই দুর্ঘটনা। পুরী থেকে হাওড়া আসার ট্রেনের যাত্রীরা…

বিকল বন্দে ভারত। বাজ পড়ল Vande Bharat ট্রেনের উপর। এর পরেই ট্রেনটি বিকল হয়ে যায়। ওড়িশা যাযপুরে এই দুর্ঘটনা। পুরী থেকে হাওড়া আসার ট্রেনের যাত্রীরা সুরক্ষিত বলে জানা গিয়েছে।

পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসটি ভদ্রকের আগে বজ্রপাত এবং প্রবল বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায়।

   

জাজপুর কেওনঝড় রোড এবং ভদ্রক স্টেশনের মধ্যে দাঁড়িয়ে আছে এই ট্রেন।

Advertisements

প্রবল বৃষ্টি ও বজ্রপাতের কারণে উইন্ড স্ক্রীন সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। C12 কোচ টপ ক্র্যাক হয়েছে. C9 কোচ উইন্ড স্ক্রীন ক্ষতিগ্রস্ত হয়েছে। বারবার অল্প বিস্তর আঘাতে এই ট্রেন ক্ষতিগ্রস্থ হচ্ছে।

রবিবার পুরী থেকে যারা যাত্রী ছিলেন তারা ঠিক সময়ে হাওড়া পৌঁঁছতে পারবেন না বলে সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিচ্ছেন। তাদের অভিযোগ, এই ট্রেন অল্পতেই বিকল হয়ে যায়। রেল মন্ত্রক প্রতিবার ঘটা করে ট্রেনটির বিভিন্ন রুট চালু করছে। প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন। আর বন্দে ভারত সামান্য কোনও কিছুতে বিকল হচ্ছে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News