ভোটের পরেই ফের রাজ্যে টাকার পাহাড়ের খোঁজ, মিলল কোটি টাকা

আবারও দেশে বান্ডিল বান্ডিল টাকা (Money Seized) উদ্ধার হল। মূলত এক আন্তর্জাতিক মাদক চক্রের পর্দাফাঁস করতে ময়দানে নেমেছিল পুলিশ। জায়গায় জায়গায় শুরু হয় তল্লাশি অভিযান।…

আবারও দেশে বান্ডিল বান্ডিল টাকা (Money Seized) উদ্ধার হল। মূলত এক আন্তর্জাতিক মাদক চক্রের পর্দাফাঁস করতে ময়দানে নেমেছিল পুলিশ। জায়গায় জায়গায় শুরু হয় তল্লাশি অভিযান। এরপর তল্লাশি অভিযান চালাতে গিয়েই থরে থরে সাজানো টাকার পাহাড় উদ্ধার করল পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পাঞ্জাবে।

পাঞ্জাব পুলিশের ডিজিপি জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাঞ্জাব পুলিশ একটি আন্তর্জাতিক মাদক নেটওয়ার্কের পর্দাফাঁস করেছে। অভিযানের সময়ে এক কোটি টাকারও বেশি নোট বাজেয়াপ্ত করেছে পুলিশ। এরপর বিদেশী ভিত্তিক শীর্ষ মাদক চোরাচালানকারী গুরজন্ত সিং ভোলু ও কিন্দারবির সিংয়ের ২ জন অপারেটিভকে গ্রেফতার করা হয়েছে।

   

পুলিশের তরফে জানানো হয়েছে, অমৃতসরের স্টেট স্পেশাল অপারেশন সেল একটি সংগঠিত অপরাধ চক্র চালানোর জন্য ধৃত দেশী হ্যান্ডলার এবং ২ জন কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। এদিকে আজই গুরদাসপুরে যৌথ অভিযানে স্পেশাল টাস্ক ফোর্স ও বিএসএফ পাকিস্তান থেকে পাঠানো হেরোইন ও অস্ত্রের চালানসহ দুই চোরাচালানকারীকে গ্রেফতার করেছে।

ধৃত জোরাবর সিং রসুলপুর গ্রামের বাসিন্দা এবং সঙ্গী জার্মান সিং ডেরা বাবা নানক থানার আগওয়ান গ্রামের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে ৫৪০ গ্রাম হেরোইনের একটি প্যাকেট, একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এসটিএফ ও বিএসএফ জওয়ানরা রসুলপুর গ্রামে জোরাওয়ার সিংয়ের বাড়িতে হানা দিয়ে মাদক উদ্ধার করে।