বিয়ে করছেন ভগবন্ত মান

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল চণ্ডীগড়ে ডঃ গুরপ্রীত কৌরের সঙ্গে তাঁর বিয়ে হবে। Advertisements…

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল চণ্ডীগড়ে ডঃ গুরপ্রীত কৌরের সঙ্গে তাঁর বিয়ে হবে।

Advertisements

উল্লেখ্য, মাত্র ৬ মাস আগেই মানের বিবাহ বিচ্ছেদ ঘটে। কিন্তু ভগবন্ত মানের মা চেয়েছিলেন তিনি যেন আবার বিয়ে করেন। মুখ্যমন্ত্রীর এর প্রথম স্ত্রী এবং সন্তানরা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করে। ভগবন্ত মানের দুই সন্তানই শপথ গ্রহণ অনুষ্ঠানে এসেছিলেন। ভগবন্ত মানের মা ও বোন নিজেই এই মেয়েকে বেছে নিয়েছেন।

বিজ্ঞাপন

ভগবন্ত মান এবং ডঃ গুরপ্রীত কৌরের পরিবার একে অপরকে খুব ভালভাবে চেনে। গুরপ্রীত কৌর ভগবন্ত মানের পরিবারের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ।

ভগবন্ত মানের বিয়ে চণ্ডীগড়ে নিজের বাড়িতে একটি ছোট ব্যক্তিগত অনুষ্ঠানে অনুষ্ঠিত হবে। বিয়েতে শুধু পরিবারের সদস্যরাই উপস্থিত থাকবেন। সপরিবারে বিয়ের অনুষ্ঠানে হাজির হবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।