বিধায়কদের পেনশনের ক্ষেত্রে বড়সড় রদবদল করলেন ভগবন্ত

মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে এক সপ্তাহের মধ্যেই বড়সড় সিদ্ধান্ত নিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। রাজ্যের বিধায়কদের মাসিক ভাতা ও পেনশনের ক্ষেত্রে বড় ধরনের রদবদল করলেন মুখ্যমন্ত্রী।…

বিধায়কদের পেনশনের ক্ষেত্রে বড়সড় রদবদল করলেন ভগবন্ত

মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে এক সপ্তাহের মধ্যেই বড়সড় সিদ্ধান্ত নিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। রাজ্যের বিধায়কদের মাসিক ভাতা ও পেনশনের ক্ষেত্রে বড় ধরনের রদবদল করলেন মুখ্যমন্ত্রী। জানালেন বিধায়ক একাধিকবার বিধায়ক হলেও পেনশন পাবেন মাত্র একবার।

মুখ্যমন্ত্রীর স্পষ্ট জানিয়েছেন, রাজ্যে বেকারের সংখ্যা ক্রমশই বাড়ছে। বহু শিক্ষিত ছেলেমেয়ে লেখাপড়া শিখে চাকরি না পেয়ে বাড়িতে বসে রয়েছে। ওই যুবক-যুবতীরা এর আগের সরকারের কাছে চাকরির দাবি জানালে তাদের লাঠিপেটা করা হয়েছিল। ওই সমস্ত যুবক-যুবতীদের পরিবার চরম আর্থিক কষ্টে রয়েছে। এই অবস্থায় রাজ্য সরকারকে কঠোর সিদ্ধান্ত নিতে হচ্ছে।
মুখ্যমন্ত্রী মান এদিন সংবাদমাধ্যমকে বলেন, কেউ কেউ একাধিকবার বিধায়ক হয়েছেন। এই সমস্ত বিধায়করা প্রতি মাসে লাখ টাকার উপরে ভাতা পেয়ে থাকেন।

কেউ পান মাসে ৪ লাখ কেউবা ৫ লাখ টাকা। কোনও বিধায়ক আগে সাংসদ ছিলেন। সাংসদ পদে ইস্তফা দিয়ে বিধায়ক হয়েছেন। তাঁরা দুই জায়গা থেকেই সুবিধা নিয়ে থাকেন। কিন্তু বেশিদিন আর এই নিয়ম চলতে দেওয়া যায় না। তাই পাঞ্জাবের আম আদমি পার্টির সরকার সিদ্ধান্ত নিয়েছে, কোন একজন ব্যক্তি যতবারই বিধায়ক হোন না কেন তিনি একবারে পেনশন পাবেন। এর ফলে সরকারের বিপুল টাকা সাশ্রয় হবে। ওই টাকা সাধারন মানুষের কাজে ব্যয় করা যাবে। বহু বেকার যুবক-যুবতীকে কাজে নিয়োগ করা যাবে।

Advertisements

উল্লেখ্য, শপথ নেওয়ার পরই মান জানিয়েছিলেন, রাজ্যের মানুষের স্বার্থে তাঁর সরকার বেশকিছু কঠোর পদক্ষেপ করবে। সেটা যে শুধুই মুখের কথা ছিল না তা প্রমাণ করে দিলেন মান।