পলাতক শিখ জঙ্গি নেতা অমৃতপাল সিংয়ের নির্দেশে ভাটিন্ডা সেনা ছাউনিতে (Punjab) হামলা হয়েছে? উঠছে এমন প্রশ্ন। গুলিবিদ্ধ নিহত চার জওয়ান। পুরো ছাউনি ঘিরে তল্লাশি চলছে।
সেনাবাহিনীর দাবি, এক জওয়ান পলাতক। সে বন্দুক চুরি করেছে। তার খোঁজে তল্লাশি চলছে। গুলি চালিয়ে পরপর খুনের ঘটনায় সেই জড়িত বলে মনে করা হচ্ছে।
পলাতক ওই জওয়ান কি গোপনে খালিস্তানপন্থী জঙ্গি নেতা অমৃতপাল সিংয়ের অনুগামী? উঠছে এই প্রশ্ন। সম্প্রতি গোপন ডেরা থেকে অমৃতপাল সিং হুঁশিয়ারি দেয়। তবে পাঞ্জাব পুলিশও জানায়, বেশিদিন লুকিয়ে থাকতে পারবে না অমৃতপাল সিং।
Advertisements