লখনউ: ফুটপাতে ঘুমিয়েছিল ওরা৷ রাতের অন্ধকারে পিষে দিয়ে গেল ডাম্পার ট্রাক৷ এই মর্মান্তিক ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে দুটি শিশু৷ গুরুতর জখম আরও ছয়৷ (Pune truck accident 3 killed)
পুণের ওয়াঘোলিতে দুর্ঘটনা Pune truck accident 3 killed
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোর ৫টা নাগাদ পুণের ওয়াঘোলিতে এই দুর্ঘটনাটি ঘটে৷ মদ্যপ অবস্থায় ট্রাক চালাচ্ছিলেন চালক৷ নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে তুলে দেয় ট্রাক। সেই সময় ফুটপাথে ঘুমাচ্ছিলেন ৯ জন৷। ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইতিমধ্যেই ট্রাকটি আটক করেছে পুলিশ৷ গ্রেফতার করা হয়েছে চালককেও৷ দুর্ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কের পাশে নিরাপত্তার অভাব রয়েছে৷ ট্রাফিক নিয়ন্ত্রণের অব্যবস্থার জেরে প্রায়ই দুর্ঘটনা ঘটছে৷
দুই-এক জন আশঙ্কাজনক Pune truck accident 3 killed
এদিনের ঘটনায় মৃত তিন জনই একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে। দুই শিশুর মধ্যে একজনের বয়স এক, অপরজনের বয়স দুই৷ এছাড়াও মৃত্যু হয়েছে ২২ বছরের এক যুবকের৷ তাঁর নাম বিশাল পাওয়ার। আহতদের উদ্ধার করে সাসুন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দু’-এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷ ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন ফুটপাথের উপর যাঁরা ঘুমাচ্ছিলেন, সকলেই শ্রমিক৷ কাজের সূত্রে মহারাষ্ট্রের অমরাবতী থেকে পুণে গিয়েছিলেন তাঁরা। সঙ্গে ছিল পরিবার৷ সকলেই নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ছিলেন৷
সিনিয়র পুলিশ ইন্সপেক্টর পন্ডিত রেজিতওয়াদ জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ট্রাক চালকের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় তিনজনের মৃত্যু য়েছে৷ সাসুন হাসপাতালে চিকিৎসা চলছে ছয়জনের৷’’
Bharat: Tragic accident in Pune: A dump truck ran over people sleeping on the footpath, resulting in 3 deaths, including 2 children, and injuring 6 others. The driver, allegedly drunk, lost control. Police have detained the driver and started an investigation.