Pune Accident: সেলফি তুলতে গিয়ে ৬০ ফুট গভীর খাদে পড়ে গেলেন তরুণী!

সেলফি তুলতে গিয়ে মহারাষ্ট্রের বোরান ঘাটে (Borane Ghat) গভীর খাদে পড়ে গেলেন ২৯ বছরের তরুণী। ঘটনাটি ঘটেছে শনিবার, পুনেতে (Pune) । এই অঞ্চলে প্রবল বৃষ্টির…

সেলফি তুলতে গিয়ে মহারাষ্ট্রের বোরান ঘাটে (Borane Ghat) গভীর খাদে পড়ে গেলেন ২৯ বছরের তরুণী। ঘটনাটি ঘটেছে শনিবার, পুনেতে (Pune) । এই অঞ্চলে প্রবল বৃষ্টির মধ্যে উপচে পড়েছে থোগঘর বহু জলপ্রপাত। তারই মধ্যে দুঃসাহসিক অভিযান চালিয়ে তরুণীকে উদ্ধার করলেন হোমগার্ড ও স্থানীয় বাসিন্দারা।

জানা গিয়েছে যে শনিবার পুনে থেকে একটি বন্ধুদের দোল থোগঘর জলপ্রপাত ঘুরতে এসেছিলেন। বোরানে ঘাটে সেলফি তোলার সময়, পা পিছলে পুনের ওয়ারজে থেকে ৬০ ফুট গভীর খাদে (60 foot deep gorge) পড়ে যান ২৯ বছর বয়সী ওই তরুণী। স্থানীয় সূত্রে খবর, ওই তরুণীর নাম নাসরিন আমির কুরেশি। নাসরিনকে সফলভাবে ঘটনাস্থল থেকে বের করে আনা হয় এবং তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য সাতারার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর পরিস্থিতি আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।

   

Agra-Lucknow Expressway: স্টিয়ারিংয়ে হাত রেখেই ঘুম বাসের চালকের, আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে বড় দুর্ঘটনায় মৃত অন্তত ৭

ঘটনাটি সাতারা জেলায় অত্যধিক বৃষ্টিপাতের কারণে ঝুঁকিপূর্ন পরিস্থিতিকে চিহ্নিত করে। জেলাশাসক জিতেন্দ্র দুদি এই ধরনের দুর্ঘটনা এড়াতে ২ থেকে ৪ আগস্ট পর্যটন স্পট ও জলপ্রপাতগুলি দর্শনার্থীদের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তবুও এই প্রাকৃতিক স্থানগুলির আকর্ষণ দর্শকদের কাছে প্রচুর , এবং এর জন্য অনেকে জীবনের ঝুঁকিও নিচ্ছেন।

ঘটনার একটি ভিডিও, জখনে সেলফি তোলার সময় নাসরিন পড়ে যান ,সেটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ঘটনাটি এই ধরনের কার্যকলাপের বিপদ সম্পর্কে সচেতনাতো ছড়িয়েছে । সোশাল মিডিয়া খ্যাতির জন্য বিপজ্জনক জায়গায় সেলফি তোলার প্রবণতা ক্রমশ যেভাবে বেড়ে চলেছে তা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন।