কেচো খুঁড়তে বেরিয়ে এল কেউটে! পুলওয়ামা অ্যাটাক বা গোরক্ষপুর মন্দিরে জঙ্গি হামলা সহ ভারতের মাটিতে হওয়া একাধিক সন্ত্রাসী হামলায় জঙ্গিরা বিস্ফোরক কিনেছিল ই-কমার্স সংস্থা অ্যামাজন(AMAZON) থেকে। সম্প্রতি এমনই এক তথ্য প্রকাশ পেল। এই তথ্য প্রকাশ্যে আনল আন্তর্জাতিক সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা এফএটিএ।
এফএটিএ-র রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদ এই হামলার সঙ্গে যুক্ত ছিল এবং এই বোমাকে আরও মারাত্মক করা হয়েছিল অ্যালুমিনিয়াম পাউডার দিয়ে। আর সেই পাউডার জঙ্গিরা কিনেছিল AMAZON থেকে। VPN ব্যবহার করে নিজের নাম ঠিকানা লুকিয়ে অর্ডার দেওয়া হয়েছিল এবং পেমেন্ট করা হয়েছিল PAYPL এর মাধ্যমে। এই পেমেন্ট মোডে বিদেশি অ্যাকাউন্ট থেকে পাঠানো হয় প্রায় ৬ লক্ষ ৭০ হাজার টাকা।
তদন্তে দাবি করা হয়, সর্বমোট ৪৪টি আন্তর্জাতিক লেনদেন করা হয় ভিপিএন পরিষেবা কিনতে। বিদেশি অ্যাকাউন্ট থেকে এই সন্দেহজনক লেনদেনের জেরে স্থগিতও করে দেওয়া হয় PAYPL অ্যাকাউন্ট। এফএটিএ-র পেশ করা রিপোর্টে আরোও জানানো হয়েছে, বেশ দেশের সরকার আর্থিকভাবে, প্রশিক্ষণের মাধ্যমে এবং বাণিজ্যিকভাবে সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে মদত যুগিয়ে চলেছে।
সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এফএটিএ। তাঁরা জানিয়েছে, বর্তমানে জঙ্গি সংগঠনগুলি আর আগের মতো কাজ করে না। তাদের পন্থা বদলে গিয়েছে। ছোট ছোট দলে বিভক্ত হয়ে এরা নিজ নিজ এলাকায় কাজ করছে।