পুজোর ছুটিতে বেড়ানোর সুখবর! চলবে স্পেশাল ট্রেন!

পুজোর ছুটিতে বেড়াতে যাওয়া বাঙালির একপ্রকার রীতি। পুজোর দু-তিন মাস আগে থেকে শুরু হয়ে যায় প্ল্যানিং। কোথায় যাব, কোথায় থাকব, কি খাবোর থেকেও বর্তমানে সবচেয়ে…

পুজোর ছুটিতে বেড়াতে যাওয়া বাঙালির একপ্রকার রীতি। পুজোর দু-তিন মাস আগে থেকে শুরু হয়ে যায় প্ল্যানিং। কোথায় যাব, কোথায় থাকব, কি খাবোর থেকেও বর্তমানে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় কিসে যাব? কম খরচে বেড়ানোর ঠিকানা বললেই উঠে আসে বাঙালির অন্যতম প্রিয় নাম দার্জিলিং। পাহাড়ের রাণী দার্জিলিং শুধু টুরিস্ট স্পট নয়, বাঙালির আবেগ।

তবে হোটেলের বারান্দায় বসে দার্জিলিং-চা এ চুমুক দেওয়ার বাসনায় ভাটা পড়ে ট্রেনের টিকিট কাটতে গিয়ে। দুইমাস আগে থেকেই ‘ওয়েটিং’ হয়ে যায় উত্তরবঙ্গ যাওয়ার অধিকাংশ ট্রেনের সংরক্ষিত কামরার টিকিট। তবে এবার উত্তরবঙ্গ-প্রেমী ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর নিয়ে এল ভারতীয় রেল। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে একাধিক ‘পুজো স্পেশাল ট্রেন’।

   

জানুন সময়সূচী

২৮ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত প্রতি রবিবার (০৩১২৯) কলকাতা-নিউ জলপাইগুড়ি ট্রেনটি যাত্রাপথে নৈহাটি, ব্যান্ডেল, নবদ্বীপ ধান, কাটোয়া, আজিমগঞ্জ জংশন, জঙ্গিপুর রোড, মালদা টাউন, বারসোই, কিষানগঞ্জ, আলুয়াবাড়ি ইত্যাদি স্টেশন হয়ে নিউ জলপাইগুড়ি পৌঁছবে। জেনারেল, সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং এসি কোচ থাকবে। এছাড়াও পূর্বরেলের যাত্রীচাপ সামলাতে কলকাতা, শিয়ালদা, হাওড়া স্টেশন থেকে ২৪ টি স্পেশাল ট্রেন ম্রায় ১৯৮ টি ট্রিপ করবে।

Advertisements

ছট পুজোর সময় যাত্রীদের ভিড় সামলাতে মোট ১৪ টি বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিহারের গুরুত্বপূর্ণ স্টেশন যেমন, পাটনা, গয়া, দ্বারভাঙ্গা এবং মুজাফফরপুরের মত স্টেশনগুলির উপর দিয়ে মোট ৫৪৪ টি ট্রিপ করানো হবে।

পশ্চিম রেলের তরফ থেকে ২৪ টি স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে। মুম্বই, ভাদোদরা, সুরাতের মোট শহরের ওপর দিয়ে ২০৪ টি এবং দক্ষিণ রেল ১০ টি বিশেষ ট্রেনে চেন্নাই, মাদুরাই, কোয়েম্বাটুরের উপর দিয়ে ৬৬ টি ট্রিপ করানোর ঘোষণা করেছে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News