ইউপিএসসি পরীক্ষায় মেয়ের নির্বাচন নিয়ে বিতর্কের মধ্যেই গ্রেফতার ট্রেনি আইএএস পূজা খেদকারের (Puja Khedkar) মা মনোরমা। বন্দুক উঁচিয়ে এক কৃষককে ভয় দেখানোর অভিযোগ রয়েছে মনোরমার বিরুদ্ধে। মহারাষ্ট্রের মহদ থেকে তাঁকে গ্রেফতার করে পুণে গ্রামীণ পুলিশ।
ট্রেনি আইএএস অফিসার পূজার কীর্তি নিয়ে শোরগোল দেশজুড়ে। সেই বিতর্কের মধ্যেই পূজার মায়ের বিতর্কিত ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে দেখা যাচ্ছে, বন্দুক উঁচিয়ে মহারাষ্ট্রের এক কৃষককে হুমকি দিচ্ছেন মনোরমা খেদকার। একটি ফাঁকা জমিতে জেসিবি দাঁড় করানো। সেখানে দেহরক্ষীদের সঙ্গে নিয়ে বন্দুক উঁচিয়ে তেড়ে এসে এক কৃষককে শাসাচ্ছেন মনোরমা।
সংরক্ষণ বিল: পিছু হটল সিদ্দারামাইয়া সরকার, কী এই বিল? কেন এত বিতর্ক?
জানা গিয়েছে যে, ওই কৃষকের জমি জবরদখল করার চেষ্টা করছিলেন মনোরমা। কৃষক বাধা দেওয়ায় তাঁকে বন্দুক দেখিয়ে হুমকি দিচ্ছেন তিনি। তবে ওই ভিডিওটি অনেক পুরনো বলে জানা গিয়েছে। ভিডিও প্রকাশ্যে আসতেই সেটা নিয়ে তদন্ত শুরু করে পুণে পুলিশ। বুধবার তাঁকে আটক করা হয়। পরে মনোরমাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুণে গ্রামীণ পুলিশের এসপি পঙ্কজ দেশমুখ।
পূজার মায়ের মতো তাঁর বাবার বিরুদ্ধেও একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। পুজার বাবা দিলীপ খেদকারকে দুর্নীতিতে জড়িয়ে থাকার অভিযোগে বার দুই তাঁকে সাসপেন্ডও করেছে মহারাষ্ট্র সরকার।