পেট্রোল পাম্পে ‘পাবলিক টয়লেট’ হিসেবে ব্যবহার চলবে না, রায় হাইকোর্টের

Fuel Price Update: Petrol and Diesel Rates Citywise for 29 October 2025

কেরল হাইকোর্ট এক তাৎপর্যপূর্ণ নির্দেশে জানিয়ে দিয়েছে, পেট্রল পাম্পে থাকা শৌচাগার (Petrol-PumpToilet) আর সর্বসাধারণের জন্য উন্মুক্ত নয়। শুধুমাত্র পাম্পের গ্রাহকরাই এই সুবিধা পাবেন। কোর্টের এই পর্যবেক্ষণে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে(Petrol-PumpToilet) 

Advertisements

সম্প্রতি ‘পেট্রলিয়াম ট্রেডার্স ওয়েলফেয়ার(Petrol-PumpToilet) অ্যান্ড লিগ্যাল সার্ভিস সোসাইটি’ নামে একটি সংগঠন কেরল হাইকোর্টে মামলা করে। তারা জানায়, তাদের অধীনে থাকা বিভিন্ন পেট্রল পাম্পের (Petrol-PumpToilet) শৌচাগার ব্যবহার করছেন এমন বহু সাধারণ মানুষ, যারা পাম্পের গ্রাহক নন। অভিযোগ আরও ছিল, তিরুবনন্তপুরম পুরসভা বেশ কিছু পেট্রল পাম্পের বাইরে পোস্টার লাগিয়ে বলেছে, সেখানকার শৌচাগার ‘সর্বসাধারণের জন্য’ উন্মুক্ত(Petrol-PumpToilet) 

   

এই অবস্থায় ওই সংগঠন আদালতের(Petrol-PumpToilet) কাছে দাবি জানায়, পেট্রল পাম্পের শৌচালয় ওই প্রতিষ্ঠানের নিজস্ব সম্পত্তি। এটি কোনো সরকারি বা পাবলিক টয়লেট নয়। তাদের বক্তব্য, পাম্পে অচেনা ও গ্রাহক নন এমন ব্যক্তিদের প্রবেশের ফলে নিরাপত্তার আশঙ্কা দেখা দেয়। অপরিচিত লোকজনের চলাচল পাম্পের কর্মীদের ও গ্রাহকদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে(Petrol-PumpToilet) 

মামলায় তিরুবনন্তপুরম পুরসভাকেও পক্ষভুক্ত করা হয়। শুনানির সময় পুরসভার তরফে আইনজীবী সুমন চক্রবর্তী জানান, ২০১৩ সালে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক একটি নির্দেশিকা(Petrol-PumpToilet) জারি করেছিল, যেখানে বলা হয়, পেট্রল পাম্পে পানীয় জল ও শৌচাগার সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত রাখা বাধ্যতামূলক। এই নীতির ভিত্তিতেই পুরসভা ওই পোস্টার লাগিয়েছে(Petrol-PumpToilet) 

Advertisements

তবে বিচারপতি সি এস দিয়াস পরবর্তী শুনানির আগেই অন্তর্বর্তীকালীন আদেশে জানান, কেরল সরকার বা পুরসভা কোনও অবস্থাতেই জোর করে পেট্রল পাম্পকে শৌচাগার সাধারণের ব্যবহারের জন্য খুলে দিতে বাধ্য করতে পারবে না। আগামী ১৭ জুলাই চূড়ান্ত শুনানি হবে(Petrol-PumpToilet) 

এখন প্রশ্ন উঠেছে—সাধারণ মানুষের জন্য পর্যাপ্ত পাবলিক টয়লেট না থাকলে, রাস্তায় চলাফেরা করা অসুবিধা হবে কি না? বিশেষ করে মহিলাদের জন্য এটা হয়ে দাঁড়াতে (Petrol-PumpToilet) বড় সমস্যা। অনেকেই মনে করছেন, যেখানে সরকার ‘স্বচ্ছ ভারত’ ও ‘খোলা শৌচ মুক্ত ভারত’ প্রকল্প নিয়ে সচেতনতা চালাচ্ছে, সেখানে এমন রায় যেন একধরনের পিছিয়ে পড়া ভাবনা(Petrol-PumpToilet) 

এই রায় একদিকে পাম্প মালিকদের স্বার্থরক্ষা করছে, আবার অন্যদিকে সমাজের বড় অংশের মৌলিক প্রয়োজন মেটানোর পথও রুদ্ধ করছে(Petrol-PumpToilet)