Agnipath: সেনাবাহিনীর অগ্নিপথ প্রকল্প ঘিরে জ্বলছে বিহার

অগ্নিপথ প্রকল্প ঘিরে জ্বলছে বিহারের একাধিক জেলা। সেনাবাহিনীতে নিয়োগের জন্য আনা ‘অগ্নিপথ প্রকল্প’র বিরোধিতা তীব্র আকার ধারণ করেছে বিহারে। রাজনৈতিক দলের পাশাপাশি সাধারণ যুবকরাও এর…

অগ্নিপথ প্রকল্প ঘিরে জ্বলছে বিহারের একাধিক জেলা। সেনাবাহিনীতে নিয়োগের জন্য আনা ‘অগ্নিপথ প্রকল্প’র বিরোধিতা তীব্র আকার ধারণ করেছে বিহারে। রাজনৈতিক দলের পাশাপাশি সাধারণ যুবকরাও এর বিরোধিতা করছে। বিশেষ করে বিহারে পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। পাশাপাশি বৃহস্পতিবার গুরুগ্রামেও বিক্ষোভ দেখানো হয়েছে।

আজ বিহারের বক্সারের জেহানাবাদে বিক্ষোভ দেখিয়েছেন পড়ুয়ারা। সেখানে ছাত্ররা রাস্তা জ্যাম করে এবং টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। পড়ুয়ারা জেহানাবাদে এনএইচ-৮৩ ও এনএইচ-১১০ অবরোধ করে আগুন ধরিয়ে দেয়।

   

Advertisements

সেনাবাহিনী পুনরুদ্ধারের জন্য সরকার কর্তৃক চালু করা অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে আরা জেলায় পড়ুয়ারা বিক্ষোভ আজ দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। অগ্নিপথের প্রতিবাদে আরায় রেললাইন অবরোধ করেছে পড়ুয়ারা। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন পড়ুয়ারা। রাস্তা থেকে শুরু করে রেলের ট্রাক, তীব্র বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষোভকারীরা। রীতিমতো দফায় দফায় অশান্ত হয়ে উঠেছে আরা, নওয়াদা, ছাপরা, মুঙ্গের।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News