বিহারে ঝড় তুলতে প্রস্তুত, এনডিএ ঘাঁটিতেই ঝাঁপাচ্ছেন প্রিয়াঙ্কা

পাটনা: বিহারের ময়দানে এবার বড় মঞ্চে নামতে চলেছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢ়ড়া। আগামী ২৬ সেপ্টেম্বর চম্পারণ জেলার মোতিহারিতে এক জনসভা থেকেই শুরু হবে তাঁর…

Priyanka Gandhi to begin Bihar poll campaign

পাটনা: বিহারের ময়দানে এবার বড় মঞ্চে নামতে চলেছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢ়ড়া। আগামী ২৬ সেপ্টেম্বর চম্পারণ জেলার মোতিহারিতে এক জনসভা থেকেই শুরু হবে তাঁর নির্বাচনী প্রচার। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের অন্যতম ঘাঁটি বলে পরিচিত এই এলাকা থেকেই কার্যত কংগ্রেসের যুদ্ধঘোষণা করবেন প্রিয়াঙ্কা।

ওয়ার্কিং কমিটি-র বৈঠক

এটি হবে আসন্ন বিধানসভা ভোটের আগে তাঁর প্রথম জনসভা। উল্লেখযোগ্যভাবে, মাত্র দু’দিন আগে ২৪ সেপ্টেম্বর পাটনায় কংগ্রেস ওয়ার্কিং কমিটি (CWC)-র বৈঠক বসতে চলেছে। সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সাংসদ রাহুল গান্ধী সহ শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এই বৈঠক এবং তার ঠিক পরেই প্রিয়াঙ্কার সমাবেশ—দলীয় কৌশলের আক্রমণাত্মক রূপরেখা স্পষ্ট করছে।

   

এই মুহূর্তে মহাগাঠবন্ধন জোটের মধ্যে চলছে আসন সমঝোতার আলাপ। চলতি বছরের শেষেই বিহারে ভোট। ২০২০ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতার খুব কাছাকাছি এসেও হোঁচট খেয়েছিল মহাগঠবন্ধন। বিশ্লেষকরা মনে করেন, তখন কংগ্রেসের খারাপ ফলই মূলত জোটকে পিছিয়ে দিয়েছিল।

দীর্ঘ ‘ভোটার অধিকার যাত্রা’ Priyanka Gandhi to begin Bihar poll campaign

সেই নির্বাচনে আরজেডি ১৪৪টি আসনে লড়ে জেতে ৭৫টিতে। কংগ্রেস লড়েছিল ৭০ আসনে, কিন্তু জিততে পেরেছিল মাত্র ১৯টিতে। অবাক করা সাফল্য পেয়েছিল সিপিআই (মার্কসবাদী-লেনিনবাদী) লিবারেশন—১৯টির মধ্যে ১২ আসন দখল করে। সিপিআই ও সিপিএম জেতে দু’টি করে আসন।

Advertisements

প্রিয়াঙ্কার এই সফরের আগে কংগ্রেস রাজ্যে ১৪ দিনের দীর্ঘ ‘ভোটার অধিকার যাত্রা’ করেছে, প্রায় ১,৩০০ কিমি পায়ে হেঁটে। ওই কর্মসূচি ছিল ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ পর্যালোচনা (SIR)-এর বিরুদ্ধে দলীয় প্রতিবাদ।

সূত্র অনুযায়ী, আসন্ন নির্বাচনে কংগ্রেস প্রায় ৬০ থেকে ৬২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। এই সমঝোতার মাধ্যমে মুকেশ সাহনির বিকাশশীল ইনসান পার্টি (VIP) সহ আরও কয়েকটি ছোট দলকে জায়গা দেওয়া হবে। অংশীদারদের সঙ্গে আসনবিনিময়ের কথাও আলোচনায় রয়েছে।

সব মিলিয়ে মোতিহারির জনসভা শুধু প্রিয়াঙ্কার প্রচারের সূচনাই নয়, বরং বিহারের রাজনৈতিক অঙ্কে কংগ্রেসের নতুন রণকৌশলেরও ইঙ্গিত বহন করছে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News