HomeBharat"প্রিয়াঙ্ক খারগে পাগল হয়ে গেছেন"! 'বিস্ফোরক' বহিষ্কৃত বিজেপি নেতা

“প্রিয়াঙ্ক খারগে পাগল হয়ে গেছেন”! ‘বিস্ফোরক’ বহিষ্কৃত বিজেপি নেতা

- Advertisement -

বেঙ্গালুরু: RSS-এর বিরুদ্ধে মন্তব্য এবং সিদ্দারামাইয়াকে চিঠি দেওয়ার পর থেকেই বিজেপির তোপের মুখে পড়েছেন কর্ণাটকের গ্রামোন্নয়ণ মন্ত্রী প্রিয়াঙ্ক খারগে (Priyank Kharge)। সরকারি স্কুল-কলেজে কার্যক্রম করে শিশুদের ‘মগজ ধোলাই’ করছে বলে রাষ্ট্রীয় সয়ং সেবক সংঘের বিরুদ্ধে অভিযোগ করে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে চিঠি দিয়েছিলেন প্রিয়াঙ্ক।

শুধু তাই নয়, শিক্ষাপ্রতিষ্ঠান সহ সরকারি দফতর, পাবলিক স্পেসে আরএসএস-এর কার্যক্রম করার উপর নিষেধাজ্ঞা আরোপ করার আবেদন করেন তিনি। এর ঘটনার পর আরএসএস কোনও প্রতিক্রিয়া না জানালেও ময়দানে নেমে পড়েছে বিজেপি (BJP)।

   

এবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগের পুত্র তথা কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খারগেকে “পাগল” বলে উল্লেখ করলেন বিজেপি থেকে বহিষ্কৃত বিধায়ক বাসানগৌদা পাটিল যৎনাল (Basangouda Patil Yatna)। বৃহস্পতিবার কংগ্রেস মন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, ” সরকারি কর্মীদের সংঘের অনুষ্ঠানে অংশগ্রহণ করার অধিকার আছে। এমনকি কেন্দ্রেরও এই বিষয়ে কোনও আপত্তি নেই। কিন্তু প্রিয়াঙ্ক খারগে পাগল হয়ে গেছেন। তাই এই ধরণের আরএসএস এবং হিন্দু বিরোধী মন্তব্য করছেন”।

এরপর বিজেপির বহিষ্কৃত বিধায়ক বলেন, “কর্ণাটকে বিজেপি ক্ষমতায় এলে সরকারি কর্মীদের আর এসএসের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য নতুন নিয়ম আনব”।

সরকারি কর্মীদের রাজনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণ বারণ

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে লেখা চিঠিতে প্রিয়াঙ্ক খারগে উল্লেখ করেন, “কর্ণাটকের সিভিল সার্ভিস (কনডাক্ট) ৫(১) নিয়ম অনুসারে সরকারি কর্মীরা কোনও রাজনৈতিক দলের সদস্য, কার্যক্রমের অংশ হতে পারবেন না। কিন্তু সম্প্রতি আরএসএস-এর কার্যক্রমে রাজ্যের সরকারি কর্মীদের অংশগ্রহণ দেখা গিয়েছে।” এর নিরিখে মুখ্যমন্ত্রীর কাছে নিষেধাজ্ঞা আরোপ করার আর্জি জানান খারগে।

- Advertisement -
Devi Bhattacharya
Devi Bhattacharyahttps://kolkata24x7.in/
প্রশ্ন করতে, খুঁটিয়ে জানতে এবং উত্তর খুঁজতে ভালোবাসি। খবর অনুসন্ধান, ঘটনার অন্তরালের কারণ বিশ্লেষণ এবং সেগুলোকে শব্দে বুনে তোলার চেষ্টা করি। স্বচ্ছ, নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিকতা করার লক্ষ্য নিয়ে গত ৪ বছর ধরে এই প্রফেশনে যুক্ত আছি। এছাড়াও আবৃত্তি করতে, ভ্রমণ এবং সেই ভ্রমণকাহিনি লিখতে ভালোবাসি।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular