বাজেটের পর এবার প্রিমিয়াম মার্কেটে নজর OYO-র

বিশ্বের অন্যতম পরিচিত ট্রাভেল-টেক ব্র্যান্ড OYO এবার নতুন পরিচয়ে হাজির। সংস্থার মূল কোম্পানি PRISM শুক্রবার ঘোষণা করল তাদের নতুন প্রিমিয়াম ভার্টিক্যাল ‘CheckIn’—যা প্রিমিয়াম হোটেল, হোমস্টে…

বিশ্বের অন্যতম পরিচিত ট্রাভেল-টেক ব্র্যান্ড OYO এবার নতুন পরিচয়ে হাজির। সংস্থার মূল কোম্পানি PRISM শুক্রবার ঘোষণা করল তাদের নতুন প্রিমিয়াম ভার্টিক্যাল ‘CheckIn’—যা প্রিমিয়াম হোটেল, হোমস্টে এবং বিশেষ অভিজ্ঞতা-ভিত্তিক ভ্রমণ পরিষেবা এক ছাতার তলায় নিয়ে আসবে।

এই নতুন অ্যাপে থাকছে একাধিক নামী ব্র্যান্ড—SUNDAY Hotels, Clubhouse, Palette—যা মূলত উচ্চমানের হোটেল পরিষেবা দেবে। পাশাপাশি ইউরোপের জনপ্রিয় ভ্যাকেশন হোম যেমন CheckMyGuest, Dancenter, Belvilla ইত্যাদিকেও যুক্ত করা হয়েছে। ভারত, লন্ডন, দুবাই, বালি-সহ বিশ্বের নানা পর্যটনকেন্দ্রে এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রিমিয়াম হোটেল বুকিং করা যাবে।

   

সংস্থার প্রতিষ্ঠাতা ও গ্রুপ সিইও ঋতেশ আগরওয়াল বলেন, “CheckIn আমাদের প্রিমিয়াম গ্রাহকদের জন্য আলাদা ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করবে। প্রতিটি প্রপার্টি কঠোর মানদণ্ডে যাচাই করা হচ্ছে। পাশাপাশি এক জায়গা থেকেই বহুমুখী বিকল্প বুক করার সুবিধা থাকছে। যেমন OYO বাজেট ট্রাভেলের বিশ্বজনীন প্রতীক, তেমনই CheckIn হবে প্রিমিয়াম হোটেল ও হোমস্টের গ্লোবাল ব্র্যান্ড হাউস।”

কোম্পানির তথ্যানুসারে, প্রায় ৪৫% গ্রাহক এখনও বাজেট ফ্রেন্ডলি থাকার ব্যবস্থা খোঁজেন, তবে ৫৫% গ্রাহক নিয়মিতভাবেই উন্নত মানের, ডিজাইন-কেন্দ্রিক ও অভিজ্ঞতামূলক থাকার ব্যবস্থা বেছে নিচ্ছেন। এই বাজারেই প্রবেশ করতে চায় PRISM-এর নতুন ব্র্যান্ড।

Advertisements

‘CheckIn’ অ্যাপ তিন মাস আগে থেকেই ভারতীয় গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোরে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল। ইতিমধ্যেই গ্রাহকরা ভারতের পাশাপাশি বিদেশেরও একাধিক প্রিমিয়াম প্রপার্টি বুক করতে পারছেন। প্রাথমিকভাবে এই পরিষেবা ভারতে সীমাবদ্ধ থাকলেও আগামী মাসগুলিতে এটি বিশ্বজুড়ে চালু হবে বলে জানিয়েছে সংস্থা।

২০১২ সালে প্রতিষ্ঠিত OYO মূলত বাজেট হোটেল বাজারে বিপ্লব ঘটিয়েছিল। ছোট ও মাঝারি মানের হোটেলগুলিকে প্রযুক্তির মাধ্যমে একত্রিত করে গ্রাহকদের জন্য মানসম্মত থাকার সুবিধা এনে দেয় সংস্থা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা প্রিমিয়াম হোটেল, ভ্যাকেশন হোম ও আন্তর্জাতিক পর্যটনকেন্দ্রেও নিজেদের পা বাড়িয়েছে।

PRISM-এর নতুন অ্যাপ ‘CheckIn’ আসলে সংস্থার সেই যাত্রারই এক নতুন অধ্যায়। এবার লক্ষ্য, শুধু বাজেট নয়—প্রিমিয়াম ও লাক্সারি পর্যটনের ক্ষেত্রেও আন্তর্জাতিক প্রতিযোগীদের সঙ্গে সমানে টক্কর দেওয়া।

পর্যটন শিল্পের বিশেষজ্ঞদের মতে, ভারতের পাশাপাশি বিশ্ববাজারে এই সেগমেন্টের প্রবৃদ্ধি দ্রুত বাড়ছে। ফলে CheckIn যদি প্রত্যাশিত মান বজায় রাখতে পারে, তবে এটি OYO-র মতোই আন্তর্জাতিক ভ্রমণশিল্পে বড় নাম হয়ে উঠতে পারে।