Bastille Day Festivities: বাস্তিল দিবসে জুলাইয়ে প্রধানমন্ত্রীর ফ্রান্স সফর

Prime Minister's July Visit to France Coincides with Bastille Day Celebrations

আগামী জুলাইয়ে ফ্রান্সে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৪ জুলাই বাস্তিল দিবসের (Bastille Day Festivities) প্যারেডে ‘গেস্ট অফ অনার’ হিসেবে অংশ নেবেন তিনি। মোদীর ফ্রান্স সফরের কথা ঘোষণা করেছে বিদেশ মন্ত্রক। এও জানানো হয়েছে, ফরাসি সেনার সঙ্গে সেই কুচকাওয়াজে অংশ নেবে ভারতীয় সেনাও।

প্রসঙ্গত, ভারত-ফ্রান্স কৌশলী অংশীদারির ২৫ বছর পূর্ণ হল এবার। সেই উপলক্ষেই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আমন্ত্রণ জানালেন মোদিকে।
সেই আমন্ত্রণে প্রধানমন্ত্রীর সম্মতির ঘোষণায় ম্যাক্রোঁ হিন্দি ও ফরাসিতে টুইট করে লিখেছেন, ‘প্রিয় নরেন্দ্র, প্যারিসে ১৪ জুলাইয়ের প্যারেডে সম্মাননীয় অতিথি হিসেবে তোমাকে স্বাগত জানাতে পারলে আমি বাধিত হব।’

উল্লেখ্য, গত বছরও ফ্রান্সে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। উষ্ণ অভ্যর্থনায় ভরিয়ে দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। বন্ধু মোদিকে বুকে টেনে নিতে দেখা যায় ম্যাক্রোঁকে। এই সাক্ষাত্‍কে দুই বন্ধুর সাক্ষাত্‍ হিসাবে বর্ণনা করেছিল ভারতের বিদেশমন্ত্রক।

   

ফের দুই রাষ্ট্রপ্রধানকে মুখোমুখি হতে দেখা যাবে। দুই নেতার বৈঠকে জলবায়ু পরিবর্তন থেকে প্রতিরক্ষা নানা বিষয়ই উঠে আসবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন