Bengaluru: বেঙ্গালুরুবাসীর ক্ষোভ নিয়ে শনি-রবিতে প্রধানমন্ত্রীর ৩৬ কিলোমিটার রোডশো

Bengaluru Residents Express Anger over Prime Minister's 36 Km Roadshow on Saturday-Sunday

শনি ও রবিবার বেঙ্গালুরু (Bengaluru) শহরে ৩৬ কিলোমিটার পথ রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিধানসভা ভোটের প্রচারে আগামীকাল রবিবার প্রধানমন্ত্রীকে দিয়ে ৩৬ কিলোমিটার পথে রোড শো-এর পরিকল্পনা করেছিল বিজেপি।

প্রধানমন্ত্রীর রোড শো’তে শহরে রাস্তার অবস্থা কী হতে পারে তা ভেবেই সমাজ মাধ্যমে সরব হন বহু মানুষ। তথ্য প্রযুক্তি শিল্পের পীঠস্থান কসমোপলিটন শহর বেঙ্গালুরুতে বহু মানুষ রবিবারেও পথে বের হন ছুটি কাটাতে।

উল্লেখ্য, গত কয়েকদিন ভোটের মিটিং মিছিলের জেরে ট্রেন বাস, বিমান ধরতে সমস্যায় মানুষ। গন্তব্যে পৌঁছাতে ছয় সাত কিলোমিটার পথ ঘুরে যেতে হচ্ছে। তারমধ্যে প্রধানমন্ত্রীর রোড শো। রবিবার বেশ কিছু প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে শহরে। প্রধানমন্ত্রীর যাত্রা পথে পড়েছে একাধিক পরীক্ষা কেন্দ্র।
এই পরিস্থিতিতে মোদীর রোড শো এর কর্মসূচি বদলের দাবি নিয়ে বেঙ্গালুরু হাই কোর্টে জনস্বার্থের মামলা করেন বেশ কিছু নাগরিক। শুনানির আগেই বিজেপি ঘোষণা করে প্রধানমন্ত্রী একদিনের বদলে দুদিন রোড শো করবেন। শনি ও রবিবার শহরের দুই প্রান্তে হবে কর্মসূচি।

   

বিজেপি দাবি করছে, প্রধানমন্ত্রী নিজেই এই সিদ্ধান্ত নিয়েছে জন সাধারণের দুর্ভোগের কথা মাথায় রেখে। হাই কোর্ট রাজ্য প্রশাসন ও পুলিশের কথায় প্রধানমন্ত্রীর রোড শোতে ছাড়পত্র দিয়েছে।

নাগরিকদের আশঙ্কা একটু পরে শুরু হতে যাওয়া রোড শো তে অচল হয়ে পড়বে বেঙ্গালুরুর দক্ষিণ প্রান্তের ১৮ কিলোমিটার পথ। বিজেপি বলেছে, কংগ্রেস রোড শো তে অ্যাম্বুলেন্স ঢুকিয়ে চক্রান্ত করতে পারে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন