নীরব মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী একই মঞ্চে ছিল তাঁর জেল হবে না কেন, সিবিআইকে খোঁচা অভিষেকের

উত্তর ২৪ পরগণা জেলার নেতা হিসেবে মদন মিত্রকে মঞ্চে দেখেই সিবিআইকে খোঁচা তৃণমূল সাধারণ সম্পাদকের

Abhishek Banerjee

অর্জুন সিং তৃণমূলে ফেরার হওয়ার পর শ্যামনগরে সাংগঠনিক সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। উত্তর ২৪ পরগণা জেলার নেতা হিসেবে মদন মিত্রকে মঞ্চে দেখেই সিবিআইকে খোঁচা তৃণমূল সাধারণ সম্পাদকের। তিনি বলেন,মদন মিত্র সুদীপ্ত সেনের সঙ্গে বসেছিল বলে, তিন বছর জেলে রেখেছে। নীরব মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী একই মঞ্চে ছিল, তাঁর জেল হবে না কেন?

তিনি বলেন, এসএসসি, পিএসসি, সারদা, নারদা যা ইচ্ছে সিবিআই দাও। আমার কাঁচকলা। কিচ্ছু যায় আসে না। কিন্তু সিবিআইয়ের গ্রহণযোগ্যতা কী? রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরির তদন্ত তো ১৮ বছর হয়ে গেল। ২০০৪ সাল থেকে চলছে। ফিরিয়ে আনতে পেরেছ? এই সারদায় যাদের বিরুদ্ধে সুদীপ্ত সেন চিঠি লিখে বলেছিল, দোষী বলেছে, একদিনের জন্য ডাকেনি।

   

অভিষেক বলেন, কেউ যদি ভাবে একটা লোককে আমি প্রোটেকশন দেব বলে যা খুশি করব, আমরা তাঁর বিরুদ্ধে বলতে পারি না? আমাদের অধিকার নেই জাজমেন্টকে ক্রিটিসাইজ করার?

রাজ্যপালের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে অভিষেকের বক্তব্য, আমরা বিচার ব্যবস্থাকে ধন্যবাদ জানাই, ৯৯ শতাংশ লোক এখনও মেরুদণ্ড সোজা রেখেছে বলে সকলে বেঁচে আছেন। সুপ্রিমকোর্টের মেরুদণ্ডটা সোজা, তাই ভারতবর্ষ ধ্বংস হয়ে যায়নি। আমি তো রাজ্যপালকে কিছু বলিনি। উনি বলছেন কেন, আমি সীমারেখা অতিক্রম করেছি? আমি তো কোনও বিচারপতি নিয়ে কোনও কথা বলিনি।

কেন্দ্রের সরকারের বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি সবাইকে ইডি সিরিআইয়ের ভয় দেখিয়ে আটকে রেখেছে। আমায় ক’বার ডেকেছে, আমি দু’বার দিল্লি গেছি। কোনও প্রোটেকশন ছাড়াই গেছি। আমি নিরাপত্তা চাইওনি। আমি প্রথম দিন যা বলেছি, আজও তাই বলছি। আমার বিরুদ্ধে যদি কিছু প্রমাণ করতে পার, কোনও ইডি সিবিআই লাগবে না। ফাঁসির মঞ্চ করবে আমি মৃত্যুবরণ করব। দেড় বছর আগে বলেছিলাম, আজও এটাই বলছি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন