ইন্ডি জোটের প্রধানমন্ত্রীর দৌড়ে কে? বিরাট নাম সামনে আনলেন মোদী

ইন্ডি জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে বার বারই সরব হয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (Narendra Modi)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামনে রেখে এনডিএ ভোটে (Narendra Modi) লড়লেও ইন্ডি…

polarization-cards-at-the-end-of-the-lok-sabha-polls-narendra-modis-big-comments-about-muslims

short-samachar

ইন্ডি জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে বার বারই সরব হয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (Narendra Modi)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামনে রেখে এনডিএ ভোটে (Narendra Modi) লড়লেও ইন্ডি জোট সেই রাস্তায় হাঁটেনি। জোটের নেতাদের বক্তব্য, নির্বাচনের ফলাফল ঘোষণা হলেই সমস্ত দল মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

   

প্রধানমন্ত্রী মুখ না থাকার বিষয়টি নিয়ে সকাল-বিকেল ইন্ডি জোটকে কড়া আক্রমণ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপির ছোট-বড় নেতারা। এরই মধ্যে ইন্ডি জোটের প্রধানমন্ত্রী পদ নিয়ে বিরাট মন্তব্য করলেন খোদ নরেন্দ্র মোদী।

বিহারের এক জনসভা থেকে মোদী বলেন, ইন্ডি জোট ক্ষমতায় এলে পাঁচ বছরে পাঁচজন প্রধানমন্ত্রী হবেন। তবে চমক রয়েছে অন্য জায়গায়। মোদীর কথা অনুযায়ী ইন্ডি জোটের প্রধানমন্ত্রীর দৌড়ে রয়েছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে অভিষেকের নাম সরাসরি নেননি প্রধানমন্ত্রী।

Lok Sabha Election: মমতার পাড়ায় সিপিএম প্রচারে যেতেই ঘটল তুলকালাম কাণ্ড

তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদকে অভিষেককে ‘তৃণমূল পরিবারের ভাইপো’ বলে উল্লেখ করেন মোদী। তাঁর কথায়, বিরোধী জোট একবার ক্ষমতায় এলেই প্রধানমন্ত্রীর পদকে কেন্দ্র করে দলগুলির মধ্যে লড়াই শুরু হবেই। কোন পরিবার থেকে কে কে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন, নাম না করে সেই তালিকায় তুলে ধরেন তিনি।

মোদীর তালিকা অনুযায়ী, কে কে হতে পারেন ইন্ডি জোটের প্রধানমন্ত্রী?

গান্ধী পরিবারের ছেলে (রাহুল গান্ধী)

সমাজবাদী পরিবারের ছেলে (অখিলেশ যাদব)

ন্যাশনাল কনফারেন্স পরিবারের ছেলে (ওমর আবদুল্লা)

এনসিপি পরিবারের কন্যা (সুপ্রিয়া সুলে)

তৃণমূল পরিবারের ভাইপো (অভিষেক বন্দ্যোপাধ্যায়)

আম আদমি পার্টির স্ত্রী (সুনীতা কেজরিওয়াল)

চটে লাল মমতা! দলীয় বিধায়ককেই পায়ে ধরে ক্ষমা চাওয়ার নিদান ‘দিদি’র

‘নকল’ শিবসেনা পরিবারের ছেলে (আদিত্য ঠাকুর)

আরজেডি পরিবারের ছেলেমেয়েরা (তেজস্বী যাদব ও তাঁর দিদিরা)