বিজেপির জাতীয় কার্যকরী সভাপতির আগমন ঘিরে বিহারে প্রস্তুতি তুঙ্গে

Pride for Bihar as BJP National Working President Hails from the State: Jaiswal
Pride for Bihar as BJP National Working President Hails from the State: Jaiswal

বিহার: বিজেপির (Bihar Bjp) সাংসদ সঞ্জয় জয়সওয়াল মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছেন, বিজেপির জাতীয় কার্যকরী সভাপতিকে স্বাগত জানাতে গোটা বিহার প্রস্তুত। তাঁর কথায়, এই খবর রাজ্যের জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের। তিনি বলেন, বিজেপির জাতীয় কার্যকরী সভাপতি বিহার থেকে হওয়াটা শুধু দলের নয়, সমগ্র বিহারের মানুষের কাছেই গর্বের বিষয়। রাজ্যের সর্বস্তরের মানুষ অধীর আগ্রহে তাঁর আগমনের অপেক্ষায় রয়েছেন।

Advertisements

সঞ্জয় জয়সওয়াল আরও জানান, বিজেপির সংগঠনের ভিত মজবুত করার ক্ষেত্রে বিহারের অবদান বরাবরই গুরুত্বপূর্ণ। স্বাধীনতার পরবর্তী সময় থেকে শুরু করে বর্তমান রাজনীতিতেও বিহার দেশের রাজনৈতিক মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। সেই রাজ্য থেকেই বিজেপির জাতীয় স্তরের নেতৃত্ব উঠে আসা, বিহারের রাজনৈতিক গুরুত্বকে আরও একবার প্রতিষ্ঠিত করেছে বলে তিনি মনে করেন।

   

বিজেপি সূত্রে জানা গিয়েছে, জাতীয় কার্যকরী সভাপতির আগমনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। পাটনা থেকে শুরু করে জেলার বিভিন্ন প্রান্তে প্রস্তুতি চলছে। দলীয় কার্যালয়গুলি সাজিয়ে তোলা হচ্ছে, সভা ও সাংগঠনিক বৈঠকের পরিকল্পনাও নেওয়া হয়েছে। এই সফরের মাধ্যমে রাজ্যের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী হবে বলে আশা করছে বিজেপি নেতৃত্ব।

সঞ্জয় জয়সওয়ালের বক্তব্য অনুযায়ী, বিহার এমন একটি রাজ্য যেখানে রাজনৈতিক সচেতনতা বরাবরই উচ্চ পর্যায়ে। এখানকার মানুষ রাজনীতির প্রতিটি পরিবর্তন গভীরভাবে লক্ষ্য করেন এবং নিজেদের মতামত প্রকাশ করতেও পিছপা হন না। সেই কারণেই জাতীয় নেতৃত্বের সফর রাজ্যের রাজনৈতিক পরিবেশে নতুন উদ্দীপনা আনবে বলে তিনি মনে করছেন।

তিনি আরও বলেন, বিজেপির জাতীয় কার্যকরী সভাপতি বিহার থেকে হওয়ায় রাজ্যের যুব সমাজ বিশেষভাবে অনুপ্রাণিত হচ্ছে। যুবকদের মধ্যে নেতৃত্বের আকাঙ্ক্ষা ও রাজনৈতিক অংশগ্রহণ বাড়বে, যা ভবিষ্যতে দলের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। পাশাপাশি, এই সফরের মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় আরও মজবুত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements