পাঁচ রাজ্যের ভোটপর্ব মিটলেই বাড়তে পারে জ্বালানি তেলের দাম

গত বছরের মাঝ থেকে লাফিয়ে বাড়ছিল জ্বালানি তেলের দাম। তবে নতুন বছর শুরু হতেই কিছুটা স্থির হয়েছে পেট্রোল ডিজেলের মূল্য। বিশেষজ্ঞদের মতে, দেশের পাঁচ রাজ্যের…

petroleum products

গত বছরের মাঝ থেকে লাফিয়ে বাড়ছিল জ্বালানি তেলের দাম। তবে নতুন বছর শুরু হতেই কিছুটা স্থির হয়েছে পেট্রোল ডিজেলের মূল্য। বিশেষজ্ঞদের মতে, দেশের পাঁচ রাজ্যের ভোট মিটলেই বাড়বে তেলের দাম।

আরও পড়ুন: যুদ্ধ আবহে বেলারুশে বৈঠকে রাশিয়া-ইউক্রেন

   

রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে দাঁড়ায় প্রায় ১১৪ ডলার। পরে তা কমে দাঁড়ায় ১১০ ডলারে। এক প্রখ্যাত আর্থিক উপদেষ্টা জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকেই আবার বাড়তে পারে অপরিশোধিত তেলের দাম। 

আরও পড়ুন: Ukraine War: রকেট হামলা হয়েছিল জাহাজে, মুক্তি পেলেন বাংলাদেশি নাবিকরা

উত্তরপ্রদেশ, গোয়া, পাঞ্জাব, উত্তরাখণ্ড, মণিপুরে বিধানসভার ভোট চলছে। বিজেপি জয় পেতে মরিয়া। বিরোধীদের দাবি, ভোটের কারণেই তেলের দাম বাড়ছে না। আগামী ১০ মার্চ পাঁচ রাজ্যের ভোট গণনা। তারপরেই বাড়বে পেট্রোল ও ডিজেলের দাম।

আরও পড়ুন: শুক্লপক্ষের প্রথম রাতে সেমিফাইনাল পাকা করল ATK Mohun Bagan

তেলের দাম বাড়লে কালঘাম ছুটবে সাধারণ মানুষের। গত বছর থেকে তেলের দাম বাড়ায় বেড়েছে গাড়ি ভাড়া। যারফলে চিন্তায় পড়েছে নিত্যযাত্রীরা। এবার ফের জ্বালানি তেলের দাম বাড়লে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।