দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মূর্মু, কি বললেন মোদী?

নয়াদিল্লি: বছরভর অপেক্ষার পর এসেছে আলোর উৎসব দীপাবলি (Diwali)। দেশ এবং দেশের বাইরের ভারতীয়রা সোমবার সকালে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রনায়কেরা। এদিন এক্সে দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ আরও নেতা-মন্ত্রী। রাষ্ট্রপতি মূর্মু (Draupadi Murmu) এক্সে লেখেন, “দীপাবলির শুভক্ষণে দেশবাসী এবং দেশের বাইরের ভারতীয়দের আমার আন্তরিক শুভেচ্ছা।”

Advertisements

নরেন্দ্র মোদীর দীপাবলি-শুভেচ্ছায় ‘স্বদেশীকতা’

দীপাবলির শুভেচ্ছাতেও নরেন্দ্র মোদীর (Narendra Modi) মুখে ‘স্বদেশীকতা’-র প্রচার। সোমবার সকালে এক্সে দেশবাসীর উদ্দেশ্যে তিনি লেখেন, “দীপাবলি উপলক্ষে শুভেচ্ছা। আলোর এই উৎসব আমাদের জীবনকে সম্প্রীতি, সুখ এবং সমৃদ্ধিতে আলোকিত করুক। আমাদের চারপাশে ইতিবাচকতার চেতনা বিরাজ করুক।”

সেইসঙ্গে তিনি দীপাবলিতে দেশীয় পণ্য কেনার প্রতি মানুষকে ফের আহ্বান জানান। তিনি লেখেন, আসুন, ১৪০ কোটি ভারতীয়র কঠোর পরিশ্রম, সৃজনশীলতা এবং উদ্ভাবনী ক্ষমতাকে এই উৎসবের মরশুম আমরা উদযাপন করি। ভারতীয় পণ্য কিনি এবং বলি – গর্ভ সে কহো ইয়ে স্বদেশী হ্যায় (গর্বের সঙ্গে বলুন, এটা স্বদেশী)! আপনি যা কিনেছেন তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন। এইভাবে আপনি অন্যদেরও একই কাজ করতে অনুপ্রাণিত করবেন।”

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বলেন, “আলোর উৎসবে দেশের মানুষের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আমি ভগবান রামের কাছে সকলের সুস্থতা এবং সমৃদ্ধি কামনা করি”। পাশাপাশি, লোকসভার স্পিকার ওম বিড়লা লেখেন, “দীপাবলি উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানাই। আসুন আমরা সকলে এই উৎসব উপলক্ষে জাতির উন্নয়নের জন্য কাজ করার অঙ্গীকার করি। আমাদের সকলের লক্ষ্য হওয়া উচিত মানুষের মুখে হাসি ফোটানো।”

Advertisements

‘সত্যের চিরন্তন জয়’

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) দীপাবলি মানে ‘সত্যের চিরন্তন জয়’ বলে উল্লেখ করেন। তিনি লেখেন, “সত্য, ধার্মিকতা এবং ইতিবাচকতার চিরন্তন জয়ের পবিত্র প্রতীক, দীপাবলির মহা-উৎসবে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা!”

সেইসঙ্গে যোগী লেখেন, “দীপাবলি কেবল প্রদীপ জ্বালানোর একটি রীতি নয়, বরং আত্মায় আশার আলো, সমাজে সম্প্রীতির স্পন্দন এবং জাতীর পুনরুজ্জীবনের সংকল্প। ভগবান শ্রী রাম এবং মা জানকীর কৃপা কেবল আমাদের ঘরবাড়ি নয়, আমাদের হৃদয়কেও আলোকিত করুক, এবং সকলের জীবনে বিশ্বাস, এবং উৎসাহের প্রদীপ প্রজ্জ্বলিত হোক – এটাই আমার প্রার্থনা। জয় জয় সিয়ারাম!”