মহাকুম্ভে পুণ্যস্নান সারলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সঙ্গে ছিলেন যোগী আদিত্যনাথ

প্রয়াগরাজ: মহাকুম্ভে এবার ডুব দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার সকালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও অন্তঃসলিলা সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করেন তিনি। তাঁর সঙ্গে সঙ্গমে পূণ্যস্নান করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং সে রাজ্যের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল।

Advertisements

স্বাভাবিকভাবেই এদিন কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছিল মহাকুম্ভ মেলা চত্বর৷ রাষ্ট্রপতির  পুণ্যস্থানের সময় ভাসমান জেটি থেকে পাহারা দিচ্ছিলেন নিরাপত্তারক্ষীরা। ভাসমান জেটি থেকে নেমে আসা সিঁড়ি বেয়েই ত্রিবেণী সঙ্গমস্থলে নামেন রাষ্ট্রপতি মূর্মু। নিরাপত্তারক্ষীরা দড়ি দিয়ে তাঁর স্নানের জায়গাটি ঘিরে দেন। পুণ্যস্নানের পর বড় হনুমান মন্দিরে পুজো দেন রাষ্ট্রপতি৷ 

রবিবার রাতেই প্রয়াগরাজে পৌঁছে গিয়েছিলেন রাষ্ট্রপতি। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান খোদ উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁরাই রাষ্ট্রপতিকে ত্রিবেণী সঙ্গমে নিয়ে যান। এর আগে গত ৫ ফেব্রুয়ারি ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শাহীস্নান সেরেছেন অমিত শাহও৷ এবার গেলেন রাষ্ট্রপতি৷ প্রয়াগরাজে পৌঁছানোর পর  তাঁর সঙ্গেই ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 

Advertisements

এরই মধ্যে মহাকুম্ভে ঘটে গিয়েছে একের পর এক বিপর্যয়। দু’বার অগ্নিকাণ্ড ঘটেছে৷ হয়েছে পদপিষ্টের ঘটনা৷ সরকারি পরিসংখ্যান অনুযায়ী মৃত্যু হয়েছে ৩০ জনের৷ তারপর থেকেই আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে কুম্ভমেলা৷  নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। ভিভিআইপি পাস বাতিল করে দেওয়া হয়৷ নিষেধাজ্ঞা জারি করা হয় গাড়ির উপরেও। এরই মধ্যে প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতির প্রয়াগরাজ পরিদর্শন নিয়ে তৎপর হয়ে উঠেছিল উত্তরপ্রদেশ প্রশাসন।

রাষ্ট্রপতি ভবন সূত্রে জানা গিয়েছে, সোমবার প্রায় ৮ ঘণ্টা প্রয়াগরাজে থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভার্চুয়াল পদ্ধতিতে পুণ্যার্থীরা কী ভাবে কুম্ভমেলার অভিজ্ঞতা লাভ করছেন, সেটাও দেখবেন তিনি।