President Droupadi Murmu: ইতিহাস গড়ে সুখোই -৩০ যুদ্ধবিমান উড়িয়ে আকাশ জয় রাষ্ট্রপতির

President Droupadi Murmu in Sukhoi-30 fighter jet at Tezpur Air Force Station, Assam

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Droupadi Murmu) আসাম সফরের আজ তৃতীয় ও শেষ দিন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শনিবার আসামের তেজপুর এয়ার ফোর্স স্টেশনে সুখোই ৩০ এমকেআই যুদ্ধবিমানে (Sukhoi-30 fighter jet) একটি ঐতিহাসিক যাত্রা করেন। রাষ্ট্রপতি মুর্মু তৃতীয় রাষ্ট্রপতি এবং দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি যিনি এমন বিমান চালালেন।  এর আগে ঐতিহাসিক ফ্লাইট করেছিলেন প্রতিভা দেবী পাতিল।

Birbhum: মমতা দায়িত্ব নিতেই তৃণমূল ছেড়ে বামে ঢুকলেন শত শত সংখ্যালঘু

   

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার গুয়াহাটিতে গজরাজ ফেস্টিভ্যাল-২০২৩ উদ্বোধন করেছেন। এ উপলক্ষে তিনি বলেন, প্রকৃতি ও মানবতার মধ্যে রয়েছে পবিত্র সম্পর্ক। যে কাজ প্রকৃতি ও পশু-পাখির জন্য কল্যাণকর, তা মানবতারও স্বার্থে। এটা মাতৃভূমির স্বার্থেও। এর আগে তিনি হাতিদের খাওয়ান এবং কাঞ্জিরাঙ্গা জাতীয় উদ্যানে জিপ সাফারি উপভোগ করেন। রাষ্ট্রপতি হাতিদের সাথে সদয় আচরণ করার, তাদের চলাচলের সুবিধার্থে তাদের করিডোরগুলিকে বাধামুক্ত রাখার আহ্বান জানিয়েছেন।

Hanuman Jayanti: পুলিশে ‘ভরসা’ হারিয়ে আধাসেনা ঘেরাটোপে বাংলায় হনুমান জয়ন্তী

উল্লেখ্য, তিন দিনের আসাম সফরে বৃহস্পতিবার বিকেলে গুয়াহাটিতে পৌঁছেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়াও।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন